ad728

গনঅভ্যুত্থানে আহতদের মাঝে ৭৯ লাখ টাকার চেক বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জয়পুরহাটে গনঅভ্যুত্থানে আহতদের মাঝে ৭৯ লাখ টাকার চেক বিতরণ 

সুকমল চন্দ্র বর্মন (পিমল)
জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটে জুলাই গণঅভ্যুত্থানে আহত ৭৯ জন জুলাই যোদ্ধার মাঝে ৭৯ লাখ টাকার আর্থিক অনুদানের চেক বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ১১টায় সদর উপজেলা মিলনায়তনে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক হস্তান্তর করেন জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী।


‘সি’ ক্যাটাগরিভুক্ত জয়পুরহাট জেলার পাঁচটি উপজেলার এসব আহত যোদ্ধাদের প্রত্যেককে ১ লাখ টাকা করে প্রদান করা হয়।


অনুষ্ঠানে জেলা প্রশাসক আফরোজা আক্তার চৌধুরী বলেন, “জুলাই যোদ্ধাদের সঙ্গে দেখা হলে প্রতিবারই নতুন অনুপ্রেরণা পাই। প্রশাসন ও সাংবাদিকরা আপনাদের দেখে সঠিকভাবে দায়িত্ব পালন করতে উদ্বুদ্ধ হন। এই চেক কেবল অনুদান নয়, এটি আপনাদের প্রতি জাতির সম্মান ও কৃতজ্ঞতার বহিঃপ্রকাশ।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদুল ইসলাম, সদর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. তুলসী চন্দ্র রায়, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন এবং বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা আহ্বায়ক হাসিবুল হক সানজিদ প্রমুখ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ