ইন্দুরকানীতে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২১ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ
ইন্দুরকানীতে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
মো:নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
'পুলিশ জনতা,জনতাই পুলিশ'এই প্রতিপাদ্যকে সামনে রেখে পিরোজপুরের ইন্দুরকানী থানা পুলিশের আয়োজনে মাদক, সন্ত্রাস, ইভটিজিং,বাল্যবিবাহ,চাঁদাবাজি ও যৌতুক প্রতিরোধে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১জুন) সকাল ১০টায় উপজেলার ২নং পওাশী ইউনিয়নের পওাশী জনকল্যাণ মাধ্যমিক বিদ্যালয়ের সভাকক্ষে এ ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়।
ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ (ওসি) মো: মারুফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) নাসরিন জাহান।
ইন্দুরকানি থানা এস আই (নিরস্ত্র)সঞ্জীব ঢালির উপস্থাপনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং পওাশী ইউপি চেয়ারম্যান মো: শাহিন হাওলাদার।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,মাদক,সন্ত্রাস,চাঁদাবাজ,ইভটিজিং,বাল্যবিবাহ,নারী নির্যাতন আমাদের সমাজে এক মরণব্যাধির মত ছরিয়ে আছে। এ সকল অপরাধ মূলক কর্মকাণ্ড সমাজ থেকে দূর করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ তথা জনসাধারণকে আরো সচেতন হতে হবে,উপযুক্ত তথ্য দিয়ে সহায়তা করতে হবে। যে যার অবস্থান থেকে দায়িত্ব পালন করতে পারলে পুলিশের পক্ষে এ সকল অপরাধ নির্মূল করা সম্ভব হবে। প্রয়োজনে নিরাপত্তার জন্য পুলিশ তথ্যদাতার নাম,পরিচয় গোপন রাখবে।
আমাদের সমাজে যত অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটিত হচ্ছে তার অধিকাংশ কর্মকাণ্ডের পিছনে যুব সমাজ জড়িত। প্রত্যেক পরিবারের বাবা,মা,চাচা,ভাই সহ অভিভাবকগণ সচেতন হতে পারলে তাদের সন্তানেরা অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। আপনাদের সন্তানেরা যাতে খারাপ বন্ধুদের পাল্লায় পড়ে সঙ্গ দোষে অপরাধমূলক কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সে ব্যাপারে সজাগ দৃষ্টি রাখতে হবে। সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে পুলিশের পক্ষে এ সকল অপরাধমূলক কর্মকাণ্ড দূর করে আগামী প্রজন্মের জন্য একটি সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশ গঠন করা সম্ভব হবে।
ওপেন হাউজ ডে অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভানেত্রী শিরিন সুলতানা, ২নং পওাশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ কবির হোসেন খান, উপজেলা জামায়াতের ব্যবসায়ী সংগঠনের সভাপতি ও ইউপি সদস্য মো: রফিকুল ইসলাম,২নং পওাশী ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মো: কবির হোসেন সিকদার,উপজেলা জামায়াতের যুব সংগঠনের সভাপতি মোঃ ছগির হোসেন খান সহ পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্য,সাংবাদিক, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
আপনার মতামত লিখুন :