ad728

" চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২ চোর আটক "


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নওগাঁয় চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ ২ চোর আটক

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর মহাদেবপুরে উপজেলা চত্ত্বর থেকে উপ-সহকারী প্রকৌশলী আশিকুর রহমানের ব্যবহৃত সরকারি মোটরসাইকেল চুরি হয়েছিল। এ ঘটনায় তিনি থানায় মামলা দায়ের করলে সিসিটিভি ফুটেজ দেখে জেলার ধামইরহাট ও সাপাহার থানা এলাকায় অভিযান চালিয়ে দুই চোরকে রবিবার ভোরে ও সকালে গ্রেপ্তার করেছে মহাদেবপুর থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলেন, জেলার ধামইরহাট থানার দক্ষিণ শিববাটি গ্রামের শাহাদাৎ হোসেনের ছেলে সিফাত আহমেদ রাফি ও সাপাহার থানার মুংরইল গ্রামের রেজাউল করিমের ছেলে মেহেদী হাসান (২১)। জানা যায়, গত ২৮ জুলাই সকাল অনুমান ৯ টারদিকে মহাদেবপুর উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত গ্যারেজে সরকারী একটি লাল কালো রংয়ের টিভিএস মটরসাইকেল রেখে ভুক্তভোগী
অফিসে প্রবেশ করেন এবং অফিসের দৈনন্দিন কাজ করতে থাকেন। পরবর্তীতে বিকেল অনুমান ৪ ঘটিকার সময় অফিস থেকে সাইট পরিদর্শনের যাওয়ার সময় গ্যারেজে গিয়ে তিনি দেখেন তার ব্যবহৃত সরকারী মোটরসাইকেলটি নেই। খোঁজাখুঁজির পর উপজেলা পরিষদের ব্যবহৃত সিসি টিভিতে দেখেন অজ্ঞাতনামা চোরেরা তার মটরসাইকেলটি চুরি করে নিয়ে পালিয়ে গেছেন। এ ঘটনায় থানায় মামলা রুজু হলে ঘটনার সিসিটিভি ফুটেজ বিশ্লেষন করে ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে পলাতক আসামী আবু মুসার বাড়ি থেকে সিফাত আহমেদকে ভোর অনুমান সাড়ে ৪ টার দিকে গ্রেপ্তার করে এবং মুসা পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায়। এরপর সিফাতের দেওয়া তথ্যমতে পরবর্তীতে সাপাহার থানার মেহেদী হাসানের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলটি উদ্ধারসহ সকাল সাড়ে ৬ টারদিকে গ্রেপ্তার করেন।
সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা বলেন, তাদের আটকের পর সিফাত আহমেদ স্বীকার করেছে যে, আসামী সিফাত আহমেদ ওরফে রাফি এবং পলাতক আসামী মোঃ আবু মুসা মিলে মহাদেবপুর উপজেলা পরিষদের গ্যারেজ থেকে  আরো একটি বাজাজ ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল চুরি করেছিল। এই বিষয়ে মহাদেবপুর থানায় আরো একটি চুরি মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ