'সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত '
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ১ম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত
খাগড়াছড়ি প্রতিনিধি::
পার্বত্য খাগড়াছড়ি জেলাধীন আলেকিত প্রজন্ম গঠনের উর্বর বিদ্যাপীঠ মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজে ৩৩ বছর পর ১ম বারের মতো প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে ।
দিবসটি পালন উপলক্ষে ৮ জুলাই ২০২৫ দুপুর সাড়ে ১২ টার দিকে কলেজের নিজস্ব হলরুমে আয়োজন করা হয়েছে দোয়া মাহফিল, আলোচনা সভা, প্রীতি ফুটবল ম্যাচ ও সাংস্কৃতিক অনুষ্ঠান ।
মাটিরাঙ্গা কলেজের নব নিযুক্ত ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম । তিনি বলেছেন কলেজ প্রতিষ্ঠা লগ্নের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে জানতে হবে আমাদের সকলের । নানা প্রতিকূলতা সত্ত্বেও সামাজিক দায়বদ্ধতা থেকে প্রতিষ্ঠানকে আন্তরিকতা পুর্ন কর্মদক্ষতা দিয়ে এগিয়ে নিতে হবে । শিক্ষক ও কর্মচারীদের স্ব স্ব দায়িত্ব ও কর্তব্য পালনে আরোও অধিকতর মনোযোগী হওয়ার আহ্বান জানান তিনি । এ ছাড়াও তিনি শিক্ষার মান উন্নয়নে কলেজ এর পাঠদান ব্যবস্থাপনা ও সার্বিক শিক্ষা বান্ধব পরিবেশ নিশ্চিত কল্পে সংশ্লিষ্টদের প্রতি সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানান ।
অনুষ্ঠানের প্রধান আলোচক মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম বলেছেন, আমাদের আগামী প্রজন্মের মধ্যে নৈতিক শিক্ষা ও সামাজিক মূল্যবোধ সৃষ্টি করা জরুরি । রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার পাশাপাশি শিক্ষার্থীদের সু শিক্ষা অর্জন, মানবিক মূল্যবোধ সম্পন্ন উন্নত চরিত্রের অধিকারী করে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান ।
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, গনিত বিভাগের সহকারী অধ্যাপক আবুল বাশার মিয়াজী । তিনি বাংলাদেশ সেনাবাহিনীর ঐকান্তিক প্রচেষ্টায় এ অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নে এ বিদ্যাপীঠ ব্যপক অবদান রাখায় কৃতজ্ঞতা প্রকাশ করেন । এ সময় তিনি এতদ অঞ্চলের ৯০ হাজার গুচ্ছ গ্রামবাসীর রেসনিং সহযোগিতার উপরও গুরুত্বারোপ করেন ।
অন্যান্যোর মধ্যে বক্তব্য রাখেন,, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ সম্পাদক মোঃ নুরুল আফসার ।
বাংলা বিভাগের প্রভাষক খালেদা জাহান ও রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক মোঃ আব্দুল হামিদ এর সঞ্চালনায় প্রতিষ্ঠা বার্ষিকী ২০২৫
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরোও উপস্থিত ছিলেন, ইতিহাস বিভাগের প্রভাষক কেয়া রোয়াজা, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মধু সুধন দাশ, রসায়ন বিভাগের প্রদর্শক বিক্রম চাকমা, সমাজ বিজ্ঞান বিভাগের প্রভাষক রিমা চাকমা, পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক রাজীব ঘোষ, অর্থনীতি বিভাগের সিনিয়র প্রভাষক সালমা সুলতানা, ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ ওসমান গণি অন্যান্য শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীবৃন্দ ।
উল্লেখ্য যে, ৩২ জন শিক্ষার্থী নিয়ে ৮ জুলাই ১৯৯২ সালে সর্বপ্রথম মাটিরাঙা কলেজের কার্যক্রম শুরু হয়েছিল । সে সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করছিলেন মাটিরাঙা পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক লুৎফর রহমান খান ।
আপনার মতামত লিখুন :