প্রতারক বাইক বিক্রেতা জিহাদ সিপাহীকে নিয়ে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য!
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রতারক বাইক বিক্রেতা জিহাদ সিপাহীকে নিয়ে ফাঁস হলো চাঞ্চল্যকর তথ্য!
রিয়াজ উদ্দিন, ঢাকা, ০৩ আগস্ট
বর্তমানে ফেসবুক এবং অনলাইন প্ল্যাটফর্মে "টানা বাইক বিক্রি"র নামে সাধারণ মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিচ্ছেন এক ব্যক্তি – মোহাম্মদ জিহাদ সিপাহী। নিজেকে “বাইক বিক্রির সরদার” পরিচয় দিয়ে এই প্রতারক লক্ষ লক্ষ টাকার প্রতারণা করে যাচ্ছেন।
প্রতারণার কৌশল:
ভুক্তভোগীদের অভিযোগ অনুযায়ী, জিহাদ সিপাহী ফেসবুকে বাইক বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে আকৃষ্ট করেন। প্রতিশ্রুতি দেন কম দামে বাইক দেওয়ার। যারা আগ্রহ দেখান, তাদের কাছ থেকে তিনি অগ্রিম হিসেবে একটি বড় অঙ্কের টাকা গ্রহণ করেন।
কিন্তু টাকা পাওয়ার পর:
তিনি আর ফোন ধরেন না,
ভুক্তভোগীদের নম্বর ব্লক করে দেন,
এবং হঠাৎ করে ফেসবুক আইডি ডিএকটিভেট করে পালিয়ে যান।
দিনে দিনে বেড়ে চলেছে ভুক্তভোগীর সংখ্যা
অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এসে তার বিরুদ্ধে অভিযোগ করছেন। কিছু ভুক্তভোগী থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন।
কে এই জিহাদ সিপাহী?
মোহাম্মদ জিহাদ সিপাহী নিজেকে বাইক ডিলার বা ডিস্ট্রিবিউটর পরিচয় দিয়ে বিভিন্ন নামের ফেসবুক পেজ বা প্রোফাইল থেকে যোগাযোগ করেন। অনেক সময় তিনি অন্যের ছবি বা পরিচয় ব্যবহার করেও ফাঁদ পাতেন।
সতর্কবার্তা:
সাধারণ জনগণের প্রতি অনুরোধ – কখনো অজানা কাউকে অগ্রিম টাকা পাঠাবেন না।
যাচাই-বাছাই ছাড়া বাইক বা যেকোনো জিনিস কিনবেন না।
অনলাইনে কেনাবেচার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করুন।
জিহাদ সিপাহীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্রুত হস্তক্ষেপ কামনা করছেন ভুক্তভোগীরা।
আপনার মতামত লিখুন :