মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ*ত্যু
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ*ত্যু
আজ দুপুরে মহেশপুর কপোতাক্ষ মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
জানাযায় শিশুটির পরিবার কপোতাক্ষ মোড়ে ভাড়া বাসায় থাকেন।
মহেশপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে শিশুর মৃ*ত্যু
ঝিনাইদহ জেলার মহেশপুর কপোতাক্ষ মোড়ে এই দূর্ঘটনা ঘটে।
দুই ছেলে মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করে উপজেলার নিমতলা গ্রামের নূর মোহাম্মদের ছেলে আনোয়ার হোসেন বিদেশে পাড়ি জমায়।বড় ছেলে রাব্বি ষষ্ঠ শ্রেণীতে পড়ে।মেয়েটির বয়স পাঁচ বছর।মেয়ের নাম ইলমা। সে জলিলপুর মাদ্রাসার শিশু শ্রেণীতে পড়তো।বাবা বিদেশ থাকার কারণে মা তাদের ঘর ভাড়া নিয়ে জলিলপুর কপোতাক্ষ মোড়ে বসবাস করেন।আজ সকালে বাড়িতে খেলা করার সময় বেড়ার সাথে ছেঁড়া তার জড়িয়েছিল।তারটি বিদ্যুৎত্বায়িত থাকায় হাত দেওয়ার সাথে সাথে বিদ্যুৎস্পৃষ্ঠে ইলমা খাতুন মৃ*ত্যু*র কোলে ঢলে পড়ে। তার মৃ*ত্যু*তে পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।প্রবাসী পিতা আনোয়ারের স্বপ্ন স্বপ্নই রয়ে গেলো।(মহেশপুরে প্রতিনিধি মিলন)
আপনার মতামত লিখুন :