নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৪ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
নওগাঁয় পৃথক সড়ক দূর্ঘটনায় নিহত ২, আহত ২
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁয় পৃথক দুটি স্থানে সড়ক দূর্ঘটনায় যুবক সহ দু' জনের মৃত্যু হয়েছে। এছাড়া আহত হয়েছেন দু'জন। নিহত দু'জন হলেন, নওগাঁর পত্নীতলা উপজেলার মধুইল মাদ্রাসা পাড়া এলাকার সায়েম আলীর ছেলে ফরহাদ হোসেন (২০) ও মহাদেবপুর উপজেলার শুখনা গোপালপুর গ্রামের শফি মন্ডলের ছেলে নিহত আতোয়ার রহমান (৪৪)।
স্থানীয় ও সাপাহার থানা পুলিশ সূত্রে জানা যায়, ফরহাদ হোসেন সহ তার আরো দুই বন্ধু মোট ৩ জন জবই বিল ঘুরে দেখতে যাওয়ার উদ্দেশ্যে সাপাহার জিরো পয়েন্ট এলাকা থেকে ভাড়াই চালিত একটি মোটরসাইকেল ভাড়া করে তারা জবই বিলে যাওয়ার পথে উপজেলার মানিকুড়া টু জবই বিল আঞ্চলিক সড়কের সৈয়দপুর নামক স্থানে পৌছে নিয়ন্ত্রণ হারিয়ে তাদের মোটরসাইকেল সড়কের ধারে থাকা গাছের সাথে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলে থাকা ৩ জনই ছিটকে সড়কের নিচে পড়ে ঘটনাস্থলেই ফরহাদ হোসেন এর মৃত্যু হয়।মোটরসাইকেলে থাকা তার অপর দু'জন বন্ধু রিফাত এবং শিশির আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করালে রিফাত এবং শিশিরের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসক তাদেরকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) রেফার্ড করেন। সত্যতা নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ আব্দুল আজিজ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে প্রাথমিক সুরতহাল রির্পোট অন্তে মৃতদেহ উদ্ধার করে নিয়ে আসে। পরে নিহতের পরিবারের কোন অভিযোগ না থাকায় মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অপরদিকে
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ শাহীন রেজা স্থানীয়দের বরাত দিয়ে জানান, শনিবার মহাদেবপুর হাটের দিন। নিহত আতোয়ার রহমান মহাদেবপুরে কাজ শেষ করে সাইকেল যোগে নিজ বাড়িতে যাচ্ছিলেন। এসময় উপজেলার নাটশাল নবীনগর মাদ্রাসার সামনে পৌঁছালে মহাদেবপুর থেকে মাতাজীহাট গামী একটি ড্রাম ট্রাক তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যাওয়ার সময় গ্রামবাসী ট্রাকসহ চালককে আটক করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মৃতদেহ উদ্ধার করেছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মৃতদেহ উদ্ধার হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :