ad728

" মহেশপুর শহরের প্রধান সড়কের বেহাল দশা, চরম দুর্ভোগে সাধারণ মানুষ "


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

*ঝিনাইদহের মহেশপুর শহরের প্রধান সড়কের বেহাল দশা: চরম দুর্ভোগে সাধারণ মানুষ*

মহেশপুর শহরের প্রধান সড়কগুলোর বেহাল অবস্থার কারণে চরম পরিশ্রমের মধ্য দিয়ে চলাফেরা করছেন সাধারণ মানুষ। বৃষ্টির সময় সড়কে জলাবদ্ধতা সৃষ্টি হয়, যা যাতায়াতকে আরও কঠিন করে তোলে। পথচারীরা ক্ষতি সৃষ্টিকারী গর্ত ও খানাখন্দে প্রায়ই আহত হচ্ছেন। ব্যবসায়ীরা বলছেন, অসুবিধার কারণে তাদের বিক্রয় প্রভাবিত হচ্ছে। স্থানীয় জনগণ সড়ক  জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি করেছেন। শহরের উন্নয়নের জন্য সড়কটির দ্রুত মেরামত অত্যন্ত জরুরিহয়েপড়েছে।
তবে পৌর প্রশাসনের পক্ষ থেকে আশার কথা শোনানো হয়েছে। মহেশপুর পৌর প্রশাসক খাদিজা আক্তার বলেন, সড়কের উন্নয়নের জন্য ইতোমধ্যে টেন্ডার সম্পন্ন হয়েছে। অল্প সময়ের মধ্যেই কাজ শুরু হবে। কাজ শেষ হলে সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমে যাবে।'

এলাকাবাসীর অভিযোগ, দীর্ঘদিন ধরেই রাস্তার এমন অবস্থা চললেও দ্রুত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। তারা দ্রুত সংস্কার কাজ শুরুর দাবি জানিয়েছেন।(মহেশপুরের প্রতিনিধি মোঃমিলন

আলোচিত শীর্ষ ১০ সংবাদ