বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত। মোঃ জসিম উদ্দিন স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় ৬ টায় পুরানা পল্টন দারু সালাম মার্কেটের(৯) তলায় জেলা বিএনপির সভাপতি ওয়াদুদ ভূইয়ার ঢাকা কার্যালয়ে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর বিভিন্ন কর্মসূচি পালনের প্রস্তুতি হিসেবে এ সভার আয়োজন করা হয়।
ঢাকাস্হ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের প্রধান অতিথি উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান ওয়াদুদ ভূইয়া,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান।মোঃ রবিউল ইসলামের সভাপতিত্বে প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন উক্ত সংগঠনের সিনিয়র সহ-সভাপতি আইনুল ইসলাম,সহ-সভাপতি এইচ এন মাসুকুর রহমান,সহ-সভাপতি মোঃ জসিম উদ্দিন,সহ-সভাপতি সোনিয়া শান্তা,সাধারণ সম্পাদক এম এস পারভেজ। যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল আলম,সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি বাদশা,দপ্তর সম্পাদক সুনীতি জীবন চাকমা,মহিলা বিষয়ক সম্পাদক সালমা আক্তার,তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মোঃ মোবারক হোসেন,সহ দপ্তর সম্পাদক মোঃ শরিফ হোসেন,সদস্য -এ এইচ এম ফারুক সহ সংগঠনের নেতৃবৃন্দ।এ সময় বিএনপি ও এর অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রধান অতিথি ওয়াদুদ ভূইয়া,হাবিবুর রহমানের জন্মদিন উপলক্ষে কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠান সমাপ্তি ঘটে।
আপনার মতামত লিখুন :