ad728

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ওয়াদুদ ভূইয়ার পক্ষ থেকে জুলাই যোদ্ধা খাগড়াছড়ির হামিদুল সরকারকে আর্থিক অনুদান।
মোঃ জসিম উদ্দিন বিশেষ প্রতিনিধি:
ঢাকা মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে পুলিশের গুলিতে গুলিবিদ্ধ হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে  কাতরাচ্ছেন হামিদুল সরকার, তার নিজ বাড়ি খাগড়াছড়ির সদরে।

রবিবার (১০ আগস্ট) সন্ধ্যা ছয়টায় ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের সভাপতি মোঃ রবিউল ইসলাম সাধারণ সম্পাদক এম এস পারভেজ,সিনিয়র সহ সভাপতি আইনুল ইসলাম,সহ-সভাপতি এড.আবু তাহের রনি,সহ-সভাপতি মাসুকুর রহমান,সহ-সভাপতি মোঃআলাউদ্দিন,সহ-সভাপতি মোঃ মুসা,যুগ্ম সম্পাদক মোঃ সাকিব ও সাংগঠনিক সম্পাদক হিমাদ্রি বাদশা,সাংগঠনিক সম্পাদক মোঃ ইসমাইল,দপ্তর-সম্পাদক সুনিতি চাকমা সহ কমিটির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে খাগড়াছড়ি জেলা বিএনপির সভাপতি,সাবেক সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান,ওয়াদুদ ভুইয়ার নির্দেশে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ‌গিয়ে নগদ আর্থিক অনুদান তুলে দেন ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামের নেতাকর্মীরা।
এছাড়াও হামিদুলের উন্নত চিকিৎসার জন্য সার্বিক খোঁজখবর নিয়েছেন‌ ঢাকাস্ত খাগড়াছড়ি জাতীয়তাবাদী ফোরামের সকল নেতৃবৃন্দ।

জানা যায়,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এই সাহসী যোদ্ধা ১৯ জুলাই বিকালে মোহাম্মদপুর এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে যোগ দেয়।

মিছিলটি কিছুদূর অগ্রসর হওয়ার পর পুলিশের এলোপাতাড়ি গুলি আসতে থাকে।এসময় পুলিশের করা গুলিতে হামিদুল গুলি খেয়ে মাটিতে লুটিয়ে পড়ে।এসময় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করানো হয়,এরপর চিকিৎসার জন্য বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও আর্থিক অসুবিধার কারণে তাকে উন্নত চিকিৎসা করাতে পারে নি পরিবার।ওয়াদুদ ভূইয়া যখনই জানতে পেরেছেন যে,বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন প্রথম সারির সাহসী যোদ্ধা চিকিৎসার অভাবে ধীরে ধীরে পঙ্গু হয়ে পড়েছে।তখনই ঢাকাস্থ খাগড়াছড়ি জেলা জাতীয়তাবাদী ফোরামকে নির্দেশ দিয়েছে যেন দ্রুত হামিদুলকে আর্থিক সহায়তা সহ তার উন্নত চিকিৎসার সার্বিক ব্যবস্থা আর্থিক সহায়তা করাসহ তার উন্নত চিকিৎসার সার্বিক খোঁজ খবর রাখতে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ