'সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান'
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গায় সেনাবাহিনীর বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা প্রদান
খাগড়াছড়ি প্রতিনিধি
পাহাড়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি শান্তি সম্প্রীতি উন্নয়নের ধারা অব্যাহত রাখতে কাজ করে যাচ্ছে গুইমারা রিজিয়নের অধীন ১৮ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি মাটিরাঙ্গা জোন। এরই ধারাবাহিকতায় মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা ও চিকিৎসা সেবা এবং বিনামুল্যে ঔষধ প্রদান করা হয়।
সোমবার (২৮ জুলাই ) সকাল সাড়ে ১০টার দিকে তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় বিশেষ মানবিক সহায়তা কর্মসূচীর উদ্বোধন করেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি।
এসময় তৈকাতং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর গাফ্ফারুজ্জামান, মাটিরাঙ্গা জোনের আরএমও ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
মানবিক সহায়তা কর্মসূচীর অংশ হিসেবে
একজন বিধবা মহিলা ও ঘাগরাপাড়া মন্দিরে জন্য পাঁচ বান্ডিল ঢেউটিন, দলদলি পাড়া বেসরকারী প্রাথমিক বিদ্যালয়কে ১ হাজার লিটারের পানির ট্যাংকি, দলদলি পাড়া মন্দিরে হারমোনিয়াম, ৩০ জন পাহাড়ি ও বাঙ্গালিকে রেশন সামগ্রী এবং দলদলিপাড়া ও শ্মশানটিলা বেসরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে খেলাধুলা সামগ্রী বিতরণ করা হয়।
একইদিন মাটিরাঙ্গা জোনের আওতাধীন তৈকাতং আর্মি ক্যাম্পের অন্তর্গত আরবারি পাড়া এলাকায় চিকিৎসা বঞ্চিত পাহাড়ী-বাঙালী জনসাধারণের মাঝে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে মাটিরাঙ্গা সেনা জোন।
মাটিরাঙ্গা জোনের মেডিক্যাল অফিসার ক্যাপ্টেন মো: মুঈদ-উল করিম চৌধুরী ও মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা: ফারিয়া দিনব্যাপী চিকিৎসা সেবা ক্যাম্পে পাঁচ শতাধিক পাহাড়ি বাঙ্গালীর মাঝে বিনামুল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করেন।
পাহাড়ি ও বাঙালিদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সহাবস্থান ও পারস্পরিক সুসম্পর্ক অটুট রাখতে সবার সহযোগিতা কামনা করে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্নেল ইব্রাহীম আধহাম, পিএসসি বলেন, প্রত্যন্ত অঞ্চলে বসবাসরত পাহাড়ি ও বাঙ্গালি আর্থসামাজিক উন্নয়নে এই মানবিক সহায়তা কার্যক্রম ভবিষ্যতেও অব্যহত থাকবে।
আপনার মতামত লিখুন :