ad728

বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে বিশাল শোডাউন


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

লামায় বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে বিশাল শোডাউন। 


মোঃশফিকুল ইসলাম তুহিন   বান্দরবান   জেলা প্রতিনিধি


নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন–২০২৫ কর্মসূচিকে কেন্দ্র করে বান্দরবানের লামায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এক বিশাল শোডাউন ও গণজমায়েতের আয়োজন করেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে নেতৃত্ব দেন বান্দরবান জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব জাবেদ রেজা।

কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন তুষার, আহ্বায়ক কমিটির সদস্য আবিদুর রহমান, চনুমং, লিটল বিশ্বাস, জেলা জাসাস সভাপতি অ্যাডভোকেট আলমগীর, লামা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুর রব, সদস্য মো. সাইফুদ্দিন,  লামা উপজেলা বিএন পির সাবেক  সাধারণ সম্পাদক এডভোকেট জাহাঙ্গীর  আলম , জেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও লামা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী কোম্পানি, লামা উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইয়াছিন আরাফাত বুলবুল, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাফায়েত হোসেন রাশেল প্রমুখ।

সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে জেলা বিএনপির সদস্য সচিব জাবেদ রেজা দলের চলমান কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন। তিনি বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও শক্তিশালী করতে নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ।

কর্মসূচিতে বান্দরবান জেলা ও লামা উপজেলা বিএনপির  পাঁচ শতাধিক নেতা-কর্মীর উপস্থিতিতে পুরো এলাকা প্রাণবন্ত হয়ে ওঠে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ