ad728

অগ্নিদগ্ধে নিহত ও আহতদের জন্য পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে দোয়া অনু্ষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাইলস্টোন কলেজে অগ্নিদগ্ধে  নিহত ও আহতদের জন্য পিরোজপুর জেলা জামায়াতের পক্ষ থেকে দোয়া অনু্ষ্ঠিত 

মো: নাজমুল হোসেন 
 পিরোজপুর জেলা প্রতিনিধি :

 ঢাকার উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক বিমান দূর্ঘটনায় অগ্নিদগ্ধে নিহতদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত  সুস্থতা কামনায় পিরোজপুর জেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

  মঙ্গলবার (২২ জুলাই) বিকালে জামায়াতে ইসলামী পিরোজপুর জেলা কার্যালয় এ দোয়া মাহফিল অনুষ্ঠিানের আয়োজন করা হয়। 

অনুষ্ঠানে কেন্দ্রীয় মজলিশে সূরা সদস্য এবং জামায়েত ইসলামী পিরোজপুর জেলা আমীর বীর মুক্তিযোদ্ধা তাফাজ্জল হোসাইন ফরিদ বলেন, "আমীরে জামায়াত তাৎক্ষণিক ভাবে উত্তরা দিয়াবাড়ি মাইলস্টোন স্কুলে ছুটে যান এবং তাদের পক্ষে যতটুকু সম্ভব তারা তা করার চেষ্টা করেছেন। বাংলাদেশ জামায়াতে ইসলামী ইতিপূর্বেই চিকিৎসার জন্য আর্থিক অনুদানের ব্যবস্থা করেছে তাছাড়াও বিনামূল্যে চিকিৎসা সেবার ব্যবস্থা, উদ্ধার এবং রক্তের ব্যবস্থা করেছেন এটা কেবলমাত্র জামায়াতে ইসলামী দ্বারাই সম্ভব।"

তিনি আরও বলেন, "আমারা মানুষের সেবা করার চেষ্টা করি। একজন শিক্ষিকা নিজের জীবন বিপন্ন করে শিক্ষার্থীদের বাঁচিয়েছেন তিনি জাতির একজন গৌরবান্বিত নারী। আমরা নিহতদের জন্য দোয়া করি তাদের মহান রব যেন জান্নাতুল ফেরদৌস নসিব করেন এবং আহত রোগীদের দ্রুত আরোগ্য কামনা করি।"

দোয়া মাহফিল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী জেলা সেক্রেটারী অধ্যক্ষ জহিরুল হক, নায়েবে আমীর মাওলানা. আব্দুর রব, অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি শেখ আব্দুর রাজ্জাক, পৌর আমীর মাওলানা. ইসহাক আলী, সেক্রেটারী আল আমিন শেখ, সদর উপজেলা সেক্রেটারি মাওলানা রাকিবুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন নেতাকর্মীবৃন্দ।