প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু হ্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি ধর্মীয় নেতাদেরকে ও এগিয়ে আসতে হবে
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ
প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু হ্রাস মোকাবিলায় সরকারের পাশাপাশি ধর্মীয় নেতাদেরকে ও এগিয়ে আসতে হবে ---মাসুদ সাঈদী
মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের আওতায় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি ব্যবস্থা (ডিসিআরএম) বিভাগের সহযোগিতায় উপকূলীয় দুর্যোগ ও জলবায়ু হ্রাস কর্মসূচির আওতায় দুর্যোগ ও জলবায়ু ঝুঁকি হ্রাসে ধর্মীয় নেতাদের দায়িত্ব ও কর্তব্য বিষয়ক দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি পিরোজপুর জেলা ইউনিটের সদস্য সচিব,সাবেক উপজেলা চেয়ারম্যান, জননেতা মাসুদ সাঈদী।
বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে উপজেলা হলরুমে মাসুদ সাঈদী প্রধান অতিথির বক্তব্যে বলেন,"বাংলাদেশ নদীমাতৃক, জনবহুল দেশ। প্রতিবছর বন্যা, ঘূর্ণিঝড়, ভূমিধস,পাহাড় ধস,অতিবৃষ্টি সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে নিম্নাঞ্চল সহ বাংলাদেশের বিভিন্ন এলাকা প্লাবিত হয়। দিনের পর দিন ঘরবাড়ি, ফসলের মাঠ পানির নিচে নিমজ্জিত থাকে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে প্রতিবছর ঘরবাড়ি, ফসলের মাঠ, গৃহপালিত পশুপাখি ও সম্পদ বিনষ্ট হয় এবং বহু মানুষ পশু পাখির প্রাণহানি ঘটে। সরকারিভাবে নির্দেশনা, সতর্ক সংকেত দিয়ে নিরাপদ আশ্রয় গ্রহণ করতে বলা হলেও সচেতনতার অভাবে সাধারণ মানুষ কর্ণপাত না করে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হয়ে আপনজনকে হারায়,সম্পদহানি ঘটে।"
তিনি বলেন, "বাংলাদেশের শতকরা ৯০ ভাগ মানুষ মুসলিম,ধর্মভীরু। এদেশের মানুষ ধর্মীয় নেতা,আলেম-ওলামাদের খুব মান্য করে, তাদের কথা মেনে চলে। বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান,জুমার নামাজ,মিলাদ মাহফিলে অনেক লোকের সমাগম হয়। এ সময় মসজিদের ইমাম, ধর্মীয় আলোচক ধর্মীয় আলোচনার পাশাপাশি মানুষকে সচেতন করতে প্রাকৃতিক দুর্যোগ মোকা বিলায় করনীয়,কি করে বিপদ থেকে রক্ষা পাওয়া যায় সে সম্পর্কে সচেতন করতে সরকারকে সহযোগিতা করতে পারে। তাদের সহযোগিতার মাধ্যমে দেশ বিরাট ক্ষতির আশঙ্কা থেকে দূরে থাকতে পারে। এছাড়া জলবায় হ্রাস মোকাবিলায় করণীয় ও কার্যকরী ভূমিকা গ্রহণে সরকারের পাশাপাশি ধর্মীয় নেতারাও এগিয়ে আসলে এ থেকে পরিত্রাণ পাওয়া অনেকটাই সম্ভব বলে তিনি মনে করেন।"
দুইদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন, ইন্দুরকানী উপজেলা নির্বাহী অফিসার হাসান বিন মুহাম্মদ আলী।
প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রশিক্ষ ণার্থী হিসেবে বিভিন্ন মসজিদের ইমাম,ধর্মীয় নেতা, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক বৃন্দ ও সুশীল সমাজ উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :