ad728

"বিএনপি ক্ষমতায় গেল কৃষক বান্ধব সরকার গঠন করবো"


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বিএনপি ক্ষমতায় গেল কৃষক বান্ধব সরকার গঠন করবো- ওবায়দুর রহমান চন্দন

সুকমল চন্দ্র বর্মন (পিমল) 
জেলা প্রতিনিধিঃ

জয়পুরহাটের ক্ষেতলালে ২৯ এপ্রিল (মঙ্গলবার)  বিকেলে  বড়াইল ইউনিয়ন কৃষকদলের  আয়োজনে বিএনপির  উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে  প্রধান অতিথির বক্তব্যে 
 বিএনপির রাজশাহীর বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ এইচ এম ওবায়দুর রহমান চন্দন বলেন,  কৃষক এবং ধানের শীষ আমাদের অস্তিত্বের ঠিকানা। তাই জনগণের আস্থায় বিএনপি দেশ পরিচালনার সুযোগ পেলে কৃষক বান্ধব সরকার গঠন করবে। 
ওবায়দুর রহমান চন্দন আরও  বলেন, আমরা কৃষকদের জন্য আগামীতে কৃষক কার্ড, সরাসরি কৃষকদের কাছে থেকে কৃষি পণ্য কেনার জন্য ক্রয় কেন্দ্র, কৃষি বীমা সহ অনেক গুলো কর্মসূচি হাতে নিয়েছি কৃষকদের উন্নয়ন ও  উৎপাদন বৃদ্ধির জন্য। যা আমরা আগামীতে বাস্তবায়ন করবো যদি আমরা রাষ্ট্র পরিচালনার সু্যোগ পাই। 

এ সময় বক্তব্য রাখেন,জেলা বিএনপির যুগ্ম  আহ্বায়ক আব্দুল ওয়াহাব, জেলা কৃষক দলের আহ্বায়ক সেলিম রেজা ডিউক, সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, ক্ষেতলাল পৌর বিএনপির সাধারণ সম্পাদক  নাফিউল হাদী মিঠু, ক্ষেতলাল  উপজেলা কৃষকদলের সভাপতি জাকির হোসেন,উপজেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন, বড়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি  রেজাকুল হায়দার, সাধারণ সম্পাদক  আব্দুল হান্নান মন্ডলসহ আরও  অনেকই।