ad728

মাটিরাঙ্গায় সম্প্রীতি কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

মাটিরাঙ্গায় সম্প্রীতি
কাপ ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন গোমতি ইউনিয়ন একাদশ

খাগড়াছড়ি প্রতিনিধি :

শান্তি,সম্প্রীতি ও উন্নয়ন এ শ্লোগানকে সামনে রেখে যুব সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করতে এ টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে জানিয়ে মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি জি বলেছেন, খেলাধুলার মাধ্যমে পাহাড়ে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষাসহ যুব সমাজকে উজ্জীবিত করতে হবে। সুস্বাস্থ্য ও সুন্দর মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই লেখাপড়ার পাশাপাশি কিশোর, তরুন ও যুবকদের মাঠে ফেরাতে হবে।মাদকমুক্ত সমাজ গঠনে এ ফুটবল টুর্নামেন্ট ভুমিকা রাখবে মন্তব্য করে তিনি বলেন,এ অঙ্গনকে বাঁচিয়ে রাখলে মাদকসেবী ও সন্ত্রাসী তৈরি হবেনা। 

শুক্রবার(৮ আগস্ট)বিকালের দিকে মাটিরাঙ্গা মডেল সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে সম্প্রীতি
কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।১৮ ফিল্ড রেজিমেন্ট আর্টিলারী মাটিরাঙ্গা জোন এ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করে। 

টুর্নামেন্টের ফাইনাল খেলায় মাটিরাঙ্গা জোনের উপঅধিনায়ক মেজর মাসুদ খান,মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.তফিকুল ইসলাম তৌফিক, মাটিরাঙ্গা পৌর বিএনপির সভাপতি মো.শাহজালাল কাজল, মাটিরাঙ্গা উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.বদিউল আলম,সাংগঠনিক সম্পাদক জিয়াউর রহমান,মাটিরাঙ্গা উপজেলা জামায়াতের সভাপতি মাও.আব্দুল জলিল,খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা,মো.শহীদুল ইসলাম সুমন,এড. মনজিলা সুলতানা ঝুমা ও মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সভাপতি মো.জসীম উদ্দিন জয়নাল ছাড়াও সামরিক-বেসামরিক কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক-সাংবাদিকসহ ক্রীড়ামোদী ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

হাজারো দর্শকের উপস্থিতিতে প্রতিদ্বন্ধিতাপুর্ণ ফাইনাল খেলায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন ও গোমতি ইউনিয়ন একাদশ চ্যাস্পিয়ন হওয়ার লড়াইয়ে মুখোমুখি হয়।টুর্নামেন্ট শুরুর ১৯ মিনিটের মাথায় গোমতি ইউনিয়ন একাদশ ১-০ গোলে এগিয়ে যায়। খেলার ৭৫ মিনিটের মাথায় মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের দোয়েল ত্রিপুরার গোলে খেলায় ১-১ গোলে সমতায় ফিরে আসে। এরপর কোন দলই গেলের দেখা পায়নি। ফলে খেলা গড়ায় ট্রাইব্রেকারে।টুর্নামেন্টে ট্রাইব্রেকারে মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশকে ৪-২ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
টুর্নামেন্টে সর্বোচ্চ গোলদাতা গোমতি একাদশের আসাদ ভুইয়া, সেরা খেলোয়াড় বেলছড়ি ইউনিয়ন একাদশের লাদেন ত্রিপুরা ও সেরা গোলকিপার মাটিরাঙ্গা সদর ইউনিয়ন একাদশের সাচিং মগ।

পরে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের হাতে ট্রফি প্রাইজমানি তুলে দেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে.কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি।
প্রসঙ্গত,লীগ পদ্ধতিতে অনুষ্ঠিত টুর্নামেন্টে মাটিরাঙ্গা পৌরসভা ও সাতটি ইউনিয়নসহ ৮টি দলের অংশগ্রহণের মধ্য দিয়ে গেল ২৩ জুলাই টুর্নামেন্টের শুরু হয়। মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল ইব্রাহিম আধহাম পিএসসি টুর্নামেন্টের উদ্বোধন করেন।