ad728

বাইক ভাড়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র!


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০২ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

বাইক ভাড়ার নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারকচক্র!


রিয়াজ উদ্দিন, ঢাকা,  শনিবার (২ আগস্ট)


 বাংলাদেশেনতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে এক ধরণের প্রতারণার চক্র, যারা “বাইক ভাড়ার” নামে সাধারণ মানুষের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিচ্ছে। মূলত সোশ্যাল মিডিয়া ও অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব প্রতারকরা নিজেকে বাইক কোম্পানির প্রতিনিধি হিসেবে পরিচয় দিয়ে বিভিন্ন প্রলোভন দেখাচ্ছে।

সাধারণ মানুষ যখন তাদের (প্রতারকদের) কাছ থেকে বাইক ভাড়ার জন্য যোগাযোগ করে, তখন তারা অগ্রিম (অ্যাডভান্স) হিসেবে একটি বড় অঙ্কের টাকা দাবি করে। অনেকেই বিশ্বাস করে সেই টাকা দিয়ে দেয়। কিন্তু টাকা পাওয়ার পর, প্রতারকরা আর ফোন ধরেন না বা ভুক্তভোগীদের নম্বর ব্লক করে দেয়। ফলে আর কোনোভাবে তাদের সঙ্গে যোগাযোগ করা যায় না।

মূলত এই প্রতারক চক্র ফেসবুকে বিভিন্ন ভুয়া আইডি তৈরি করে "বাইক ভাড়া দেওয়া হয়" বা এই জাতীয় বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলে। দিন দিন এই প্রতারণার প্রবণতা বেড়েই চলেছে, এবং অনেক মানুষ এর শিকার হচ্ছেন।

প্রথমে তারা বলে, একটি নির্দিষ্ট পরিমাণ টাকা দিলে আপনার নামে একটি মোটরসাইকেল নিবন্ধন করা হবে এবং সেটি তাদের প্ল্যাটফর্মে ভাড়া দিয়ে আপনি মাসিক একটি নির্দিষ্ট আয় পাবেন। অনেকেই সহজ আয়ের আশায় এই ফাঁদে পা দিচ্ছেন। টাকা দেওয়ার পর কিছুদিন যোগাযোগ রাখলেও হঠাৎ করেই প্রতারকচক্র ফোন বন্ধ করে দেয়, কিংবা ব্লক করে দেয় ভুক্তভোগীদের।

ইতোমধ্যেই দেশের বিভিন্ন জেলায় বহু মানুষ এই চক্রের খপ্পরে পড়ে সর্বস্ব হারিয়েছেন। ভুক্তভোগীদের অনেকে থানায় জিডি বা মামলা করলেও এখনো পর্যন্ত কোনো বড়সড় ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে।

বিশেষজ্ঞদের মতে, এই ধরণের প্রতারণা বন্ধে সাধারণ মানুষকে সচেতন হতে হবে এবং কোনো আর্থিক লেনদেন করার আগে সংশ্লিষ্ট কোম্পানির বৈধ কাগজপত্র এবং কার্যক্রম যাচাই করা অত্যন্ত জরুরি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ