"শান্তি পরিবহনের চাপায় নারী নিহত"
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
শান্তি পরিবহনের চাপায় নারী নিহত
খাগড়াছড়ি প্রতিনিধি :
খাগড়াছড়ির মাটিরাঙ্গায় দ্রুতগামীর শান্তি পরিবহন (চট্টমেট্টো-ব-১১-০২২৩) ও ভাড়ায় চালিত মোটর সাইকেলের মুখোমুখি সংঘর্ষে দ্বি বালা ত্রিপুরা (৪৫) নামে এক নারী নিহত হয়েছে। এ ঘটনায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শ্যামল কান্তি ত্রিপুরা (৩৫) আহত হয়।
শনিবার (১২ জুলাই) সকাল ১০টার দিকে চট্টগ্রাম-খাগড়াছড়ি আঞ্চলিক সড়কের মাটিরাঙ্গা সেনা জোনের অদুরে সেলাই প্রশিক্ষন কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
নিহত দ্বি বালা ত্রিপুরা গুইমারার আরবাড়ি পাড়ার বাসিন্দা দগল চন্দ্র ত্রিপুরার স্ত্রী।
নিহতের মামা প্রিয় রঞ্জন ত্রিপুরা বলেন, শনিবার সকালের দিকে ভাড়ায় চালিত মোটর সাইকেল যোগে নিজের বাড়ি আরবাড়ি থেকে মাটারাঙ্গা বাজারে আসার পথে মাটিরাঙ্গা সেনা জোনের অদুরে সেলাই প্রশিক্ষন কেন্দ্রের সামনে চট্টগ্রামগামী শান্তি পরিহনসহ চাপা দেয়। এসময় ঘটনাস্থলেই দ্বি বালা ত্রিপুরা নিহত হয়। ঘটনার পরপরই স্থানীয়রা উদ্ধার করে মাটিরাঙ্গা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্ত্যব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় ভাড়ায় চালিত মোটর সাইকেল চালক শ্যামল কান্তি ত্রিপুরা (৩৫) আহত হয়।
মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. মিল্টন ত্রিপুরা বলেন, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। ধারনা করা হচ্ছে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মো. তফিকুল ইসলাম তৌফিক বলেন, বাসচাপায় নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক বাস ও দুর্ঘটনা কবলিত মোটর সাইকেল আটক করা হয়েছে। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পলাতক রয়েছে।
আপনার মতামত লিখুন :