ad728

নওগাঁয় ব্রিজের নিচ থেকে মাংস উদ্ধার, জনমনে আতঙ্ক


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৮ মে, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

নওগাঁয় ব্রিজের নিচ থেকে মাংস উদ্ধার, জনমনে আতঙ্ক!

সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :

নওগাঁর সড়কের পাশে পরে থেকে পরিত্যক্ত অবস্থায় ৮৪ প্যাকেট মাংস উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে নওগাঁর বদলগাছী উপজেলার বিষ্ণপুর গ্রাম এলাকায় সড়কে থাকা ব্রিজের পাশে থেকে মাংস গুলো উদ্ধার করা হয়। তবে মাংসগুলো কিসের তা এখনো জানা সম্ভব হয়নি। এ নিয়ে স্থানীয় লোকজনের মাঝে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, নওগাঁর বদলগাছী উপজেলার বদলগাছী টু আক্কেলপুর সড়কের বিষ্ণপুর গ্রামের ব্রিজের পাশে মাংসের প্যাকেট পরিত্যক্ত অবস্থায় পড়েছিল। স্থানীয়রা দেখতে পেয়ে থানা পুলিশে সংবাদ দেয়। খবর ছড়িয়ে পড়লে এক নজর দেখার জন্য ঘটনাস্থলে ভিড় করেন স্থানীয় লোকজন। মাংসগুলো প্যাকেট অবস্থায় ছিলো। তবে কিসের মাংস তা এখনো জানা যায়নি। এব্যাপারে বদলগাছী থানার (তদন্ত) ওসি সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে মাংসগুলো উদ্ধার করা হয়েছে। তবে প্যাকেটে কিসের মাংস তা বলা সম্ভব না। পরীক্ষার পর বলা যাবে কিসের মাংস এগুলো।