বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৩ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত
মো: নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ২০২৪ ২৫ শিক্ষাবর্ষে 'বি' ইউনিটের (মানবিক অনুষদ) জিএসটি গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (০২ মে) বেলা ১১ টা থেকে ১২টা পর্যন্ত পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একাডেমিক ও প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এ ভর্তি পরীক্ষা শুরু করা হয় এতে উপস্থিতির হার ছিল প্রায় ৯৪ শতাংশ।
শুক্রবার দেশের ২১ টি কেন্দ্রে একযোগে জিএসটি গুচ্ছভূক্ত বিশ্ববিদ্যালয় সমূহের 'বি' ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। গুচ্ছ ভুক্ত ১৯ টি বিশ্ববিদ্যালয় ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যান্স সাইন্সের পরীক্ষাও শুরু করা হয়েছে।
পরীক্ষা চলাকালে পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষার কেন্দ্রসমূহ ও কন্ট্রোল রুম পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন,"গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষার আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের অর্থ ও সময় সাশ্রয় হয়েছে, পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্তে যাতায়াতের ভোগান্তি কমেছে,এ জন্য পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়কে পরীক্ষার কেন্দ্র হিসেবে বেছে নেওয়ার জন্য সংশ্লিষ্টদের আন্তরিক ধন্যবাদ।”
অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন, বিদ্যুৎ বিভাগ, এবং গণমাধ্যমের সাংবাদিকদের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।
তিনি আরও বলেন,"পিরোজপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আগামী ৯ মে ‘এ’ ইউনিটের (বিজ্ঞান অনুষদ) ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ পরীক্ষা সফলভাবে সম্পন্ন করার জন্য তিনি সবার সহযোগিতা কামনা করেন।"
এভাবে, শিক্ষার্থীদের জন্য একটি নবদিগন্তের সূচনা হলো,যেখানে পরীক্ষা তথা সাফল্য অর্জনের পথে তাদের যাত্রা আরও সুগম হবে।
আপনার মতামত লিখুন :