" সন্দেহকারীদের হামলায় আহত ০১ , মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি "
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৪ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ইন্দুরকানীতে চুরির ব্যাপারে সন্দেহ করায় ক্ষিপ্ত হয়ে সন্দেহকারীদের হামলায় আহত ০১ : মুমূর্ষ অবস্থায় হাসপাতালে ভর্তি
মো: নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার ২ নং বালিপাড়া ইউনিয়নের ৯ নং পশ্চিম বালিপাড়া ওয়ার্ডে মুদি দোকান ও ঘর চুরির ঘটনায় সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করায়,সন্দেহকারীরা ক্ষিপ্ত হয়ে পরিকল্পিতভাবে আব্দুল হাই (৪৫) নামে ০১জনকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর জখম করেছে।
রোববার (৩ আগস্ট) সকাল ৬.৩০ টায় পশ্চিম বালিপাড়া সংযোগ সড়কের মাথায় মোরেলগঞ্জ - বালিপাড়া সীমানার মোশাররফ হাওলাদারের বাড়ির সামনের ব্রিজের কাছে বসে এ ঘটনা ঘটে। আহত আব্দুল হাই পশ্চিম বালিপাড়া মাও: আশ্রাফ আলী খাঁনের পুত্র ও পেশায় একজন মুদি ব্যবসায়ী।
ঘটনা সূত্রে জানা যায়, বিগত দুইদিন পূর্বে শুক্রবার রাতের কোন এক সময় একই এলাকার রফিকুল ইসলামের ঘর থেকে অটো রিক্সার ব্যাটারি চুরি ও হামলায় আহত আব্দুল হাইয়ের দোকানের মুদি মালামাল চুরি হয়। এ ঘটনায় এলাকাবাসী অত্র এলাকার বখাটে, মাদক সেবী ও কুখ্যাত চোর হিসেবে পরিচিত একই এলাকার নুরুজ্জামান খানের পুত্র জসিম ও জলিল শেখের পুত্র রাকিবকে সন্দেহ করে।
চুরির ঘটনায় শনিবার (০২ আগস্ট) এলাকাবাসী অভিযুক্তদ্বয়কে জিজ্ঞাসাবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে তারা অদ্য রবিবার খুব সকালে ফজরের নামাজ শেষে ওৎ পেতে থাকা রাকিব ও জসিম পরিকল্পিত ভাবে আব্দুল হাইয়ের উপর হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায়,শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে ও পা থেতলে ভেঙে দেয়। এলাকাবাসী ও আত্মীয়-স্বজন আহত আবদুল হাই কে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যান।
আহত আব্দুল হাইয়ের ভাই মাওলানা জাহিদুল ইসলাম বলেন, গত দুইদিন পূর্বে আমার ভাইয়ের দোকান ও রফিকুল ইসলামের ঘর থেকে ব্যাটারি চুরির ঘটনায় এলাকাবাসী বখাটে জসিম ও রাকিব কে সন্দেহ করে জিজ্ঞাসাবাদ করে। ক্ষিপ্ত হয়ে জসিম ও রাকিব অদ্য রবিবার ফজরের নামাজ শেষে ওৎ পেতে থেকে আমার ভাই আব্দুল ভাই এর উপর পরিকল্পিতভাবে হামলা করে হাতুড়ি দিয়ে পিটিয়ে মাথায় আঘাত সহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে পা ভেঙে দেয়। আমরা এ ঘটনায় দোষীদের দ্রুত গ্রেফতার করে উপযুক্ত শাস্তির দাবি করছি।
এ ব্যাপারে ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, পশ্চিম বালিপাড়ায় চুরির ব্যাপারে সন্দেহ করায় হাতুড়ি দিয়ে পিটিয়ে একজনকে জখম করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য প্রেরণ করা হয়েছে। এখন পর্যন্ত লিখিত অভিযোগ পাইনি,অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
আপনার মতামত লিখুন :