ad728

ইউপি চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ইন্দুরকানীতে ইউপি চেয়ারম্যানকে হেয় প্রতিপন্ন ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত 

মো নাজমুল হোসেন 
পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান( ভারপ্রাপ্ত) 
মোঃ শহিদুল ইসলাম বাবুলকে হেয় প্রতিপন্ন ও মানহানি করার প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে অংশগ্রহণ করেন অত্র পরিষদের সকল ইউপি সদস্য ও চেয়ারম্যান শহিদুল ইসলাম বাবুল।

 বুধবার (০২ জুলাই) বেলা ১২টায় 
বালিপাড়া অস্থায়ী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে অনুষ্ঠিত এ  সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন  ইউপি চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) মোঃ 
শহিদুল ইসলাম বাবুল।

লিখিত বক্তব্যে চেয়ারম্যান বলেন, মঙ্গলবার (০১জুলাই) বালিপাড়া ইউনিয়নের টিসিবির পণ্য বিতরনে নিয়োগ পাওয়া ডিলার মেসার্স ইরা এন্টারপ্রাইজের মালিক 
আব্দুল হাই। তার নির্ধারিত কার্ডধারী ৭৮০জন উপকারভোগীদের মাঝে 
টিসিবির পণ্য বিতরন করার কথা ছিল। কিন্তু উপকারভোগীদের চাল,তেল, 
চিনি,ডাল না দিয়ে সেখানে ৬১৫ জনকে ০৫কেজি করে চাল দিয়ে 
বাকি পণ্যগুলো  ইউনিয়ন 
পরিষদের অস্থায়ী কার্যালয়ের বাথরুমে লুকিয়ে রেখে লুকানোর পণ্যের ব্যাপারে আমাকে দায়ি করেন। ওই দিন বিকালে আমার কার্যালয়ে কালাম 
শিকদার,সোয়েব শিকদার, আলাউদ্দিন শিকাদর ও খসরুল আলম প্রবেশ কর ছবি তুলে 
ভিডিও করে ফেসবুকে ছড়িয়ে দেয় এবং আমার সাথে বাকবিতন্ডায় জড়িয়ে পড়ে। আমি এ 
বিষয় কিছুই জানিনা। একটি কুচক্রী  মহল রাজনৈতিকভাবে হেও প্রতিপন্ন ও সামাজিকভাবে আমাকে নাজেহাল করার জন্য  এ ধরনের অসামাজিক ও আইন পরিপন্থী কাজের সাথে আমাকে জড়ানো হচ্ছে।  আমি এ বিষয়ে 
ইন্দুরকানী থানায় একটি সাধারণ ডায়রি করেছি।

এসময় উপস্থিত ছিলেন ইউপি সদস্যগন আঃ জলিল শেখ,মোঃ জামাল হাওলাদার, মোঃ রিয়াজ বয়াতী,নাসির উদ্দিন সেন্টু,শাহরিয়ার হোসেন,শিউলি পারভিন ও 
তাছলিমা বেগম। সাংবাদিকরা তথ্য সংগ্রহকালে দেখতে পান, টিসিবির পণ্য ডাল,চিনি ও চাল খুবই নিম্নমানের,পঁচা ও দুর্গন্ধযুক্ত।

এ বিষয়ে টিসিবির পণ্যের ডিলার মোঃ আব্দুল হাই এর কাছে জানতে চাইলে তিনি জানান, আমি এ বিষয়ে  ইউএনও স্যারের মতামত না নিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দিতে রাজি নই। 

এ বিষয়ে উপজেলা বিএনপি যুগ্ম আহবায়ক কালাম শিকদার বলেন,টিসিবির ডিলার 
আব্দুল হাই টিসিবির পণ্য বিতরনে অনিয়ম করায় স্থানীয় কয়েকজন ব্যক্তির 
সঙ্গে বাকবিতন্ডা হয়। এ সময় আমি উক্ত বিষয়টি সম্পর্কে জানতে পেরে ঘটনাস্থলে উপস্থিত হয়ে দেখতে পাই টিসিবির পণ্য বিতরণ না করে  ভ্যানগাড়ীতে করে নিয়ে যাচ্ছে।আমরা 
অনিয়মের বিষয়টি প্রতিবাদ করলে আমাদের উপর ক্ষিপ্ত হয়।

এ বিষয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও প্রশাসক হাসান বিন মুহাম্মদ 
আলী তার মুঠোফোনে কল দিলে তিনি ব্যস্ততা দেখিয়ে মোবাইলের সংযোগটি কেটে দেওয়ায়  তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ