'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
নেছারাবাদে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত
মো:নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশের উদ্যোগে মাদক,সন্ত্রাস, ইভটিজিং, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও নারী নির্যাতন প্রতিরোধে 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (০৭জুলাই) বিকেল ০৪টায় স্থানীয় তৃণা কমিউনিটি সেন্টারে আয়োজিত এ অনুষ্ঠানে সমাজের বিভিন্ন পযার্য়ের ব্যক্তিবর্গের অংশগ্রহণে এ 'ওপেন হাউজ ডে' অনুষ্ঠিত হয়।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বনি আমিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,পিরোজপুর জেলা পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নেছারাবাদ সার্কেলের সহকারী পুলিশ সুপার সাবিহা মেহেবুবা ও সহকারী পুলিশ সুপার বায়েজীদ ইসলাম।
আরো উপস্থিত ছিলেন পৌর বিএনপির আহবায়ক মো:শফিকুল ইসলাম ফরিদ,উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক মো: নাসির উদ্দীন তালুকদার, উপজেলা জামায়াতের আমীর মাওলানা আবুল কালাম আজাদ,সেক্রেটারি মাওলানা আব্দুর রশিদ, সহকারী সেক্রেটারি মাওলানা মো: জহিরুল সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ রাজনৈতিক,সামাজিক ও মিডিয়া ব্যক্তিত্ব।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন,আমাদের সমাজ থেকে মাদক, চাঁদাবাজ, সন্ত্রাস, ইভটিজিং,বাল্যবিবাহ ও নারী নির্যাতনের মত ঘৃণিত অপরাধ দূর করতে হলে পুলিশের পাশাপাশি সমাজের সকল শ্রেণির মানুষকে এগিয়ে আসতে হবে। সকলের সহযোগিতা ছাড়া পুলিশের একার পক্ষে এ সকল অপরাধ নির্মূল করা সম্ভব নয়। এক্ষেত্রে তথ্যদাতার নাম পরিচয় সম্পূর্ণ গোপন রাখা হবে। সকলের ঐকান্তিক প্রচেষ্টার মাধ্যমেই এ সকল অপরাধ নির্মল করে সুষ্ঠু সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গড়ে উঠবে।
ওপেন হাউজ ডে-তে বক্তারা সমাজে বিরাজমান মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি, বাল্যবিবাহ ও ইভটিজিংয়ের বিরুদ্ধে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। প্রশাসন, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সুধী সমাজের সম্মিলিত অংশগ্রহণে অনুষ্ঠানে একটি সামাজিক ঐক্যের বার্তা পৌঁছে দেওয়া হয়।
আপনার মতামত লিখুন :