ad728

গুলশানের আওয়ামীলীগের ওয়ারেন্টের আসামিরা এখন আদম ব্যবসা ও মানব পাচারে জড়িত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

গুলশানের  আওয়ামীলীগের ওয়ারেন্টের আসামিরা এখন আদম ব্যবসা ও মানব পাচারে জড়িত ।

ডেস্ক রিপোর্ট

গুলশানের নাম করা সন্ত্রাসী মস্তফা মোল্লা যার নামে একাধিক মামলা গুলশান থানায় আছে। এখনো সে আছে  ধরা ছোঁয়ার বাহিরে , বর্তমানে সে আদম ব্যবসার সাথে জড়িত এমনি তথ্য দৈনিক বেলা বার্তার নিকট আছে। 

গোপন সুত্রে জানা যায় সে মানি ট্রান্সফার আদুম ব্যবসা ও প্রতারণার সাথে জড়িত , নাম প্রকাশে অনিচ্ছুক এক ভুক্তভোগী এর সাথে দৈনিক বেলা বার্তার কথা হয় সে জানায় সে মোল্লা বিভিন্ন মানুষের কাছ থেকে টাকা নিয়ে তাদের টাকা ফেরত দেয় না, এবং মানুষের টাকা নিয়ে সে প্রতারণা করে এমনি তথ্য পাওয়া যায় তার বিরুদ্ধে। ভুক্তভোগী জানায় কিছুদিন আগে একটা এয়ার টিকিট নিয়ে কথা হয়, ভুক্তভোগী মোল্লার নিকট হতে আগেই ৪০,০০০/- টাকা পায় সে টাকা মোল্লা পরিশোধ করে নাই উলটো ভুক্তভোগী কে সে অন্য লোকের মাধ্যমে টাকা পাঠায় , ভুক্তভোগী মোল্লার নিকট পাওয়ানা টাকা কেটে রাখে , এবং মোল্লাকে জানায়। পরে সন্ত্রাসী মোল্লা ভুক্তভোগী কে গুলশানের বাঁশ তলায় ডেকে নিয়ে যায় এবং মোল্লা আরও ৫ জন সন্ত্রাসী যারা কিনা আওয়ামীলীগের সাথে জড়িত ছিল বর্তমানে তারা ভাটারা থানার ইনফরমা হিসেবে কাজ করে জীবিকা নির্বাহ করে 
এমন তথ্য পাওয়া যায় পরে সে সব সন্ত্রাসী ভুক্তভোগীকে রাস্তায় অপমান করে , এমন অবস্থায় গুলশান থানার এ এস আই সঞ্জয় ঘটনা স্থল দিয়ে যাওয়ার সময় সে দেখতে পায় ভুক্তভোগী কে হেনেস্থা করছে কিছু মানুষ তখন সঞ্জয় তাদের জিজ্ঞেসা বাদে সে বুজতে পারে যে মোল্লার নামে ওয়ারেন্ট আছে। পরে সঞ্জয় মোল্লা কে ডেকে নিয়ে থানায় যেতে চাইলে মোল্লা তার হাত ছেড়ে দৌরে পালায় পরে সঞ্জয় জানায় যে মোল্লার নামে একাদিক মামলা গুলশান থানায় আছে। 

এসব আওয়ামীলীগ সন্ত্রাসীদের আইনের আওতায় আনার জোর দাবী জানাচ্ছি। 

আলোচিত শীর্ষ ১০ সংবাদ