সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ
মাটিরাঙ্গা সরকারি কলেজ অধ্যক্ষের বিদায় ও ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ: খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
মাটিরাঙ্গা সরকারি ডিগ্রি কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম এর বিদায় সংবর্ধনা ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদীপ কুমার দাশ এর বরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে ।।
বুধবার ২ জুলাই ২০২৫ দুপুর সাড়ে বারোটার দিকে মাটিরাঙা সরকারি ডিগ্রি কলেজ শিক্ষক পরিষদ কক্ষে আয়োজিত বিদায় ও বরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম । তিনি বিদায়ী অধ্যক্ষের প্রচেষ্টায় সকলের ঐকান্তিক অংশগ্রহণে কলেজ যে শিক্ষার আলোয় আলোকিত হচ্ছিল তার ধারাবাহিকতা রক্ষায় শিক্ষক ও কর্মচারীদের সচেতন থাকার আহবান জানান । এ সময় কলেজের যে কোনো প্রয়োজনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন তিনি।একই দিন এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে পরিক্ষা কেন্দ্রের মান আরো অধিকতর উন্নয়ন কল্পে ৫ পাঁচ টি বৈদ্যুতিক পাখা প্রদান করেছেন নির্বাহী অফিসার মাটিরাঙ্গা ।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম মাটিরাঙা কলেজ এর সকল শিক্ষক ও কর্মচারীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন । তিনি কলেজ পরিচালনা করতে গিয়ে সকলের আন্তরিকতা পুর্ন সহযোগিতার ভূয়সি প্রশংসা করেছেন। দায়িত্ব পালন কালে যে কোনো কঠিন ব্যবহারের জন্যে দুঃখ প্রকাশ করে অবসর জীবনে তার পরিবারের সকল সদস্যের জন্য দোয়া কামনা করেছেন ।
অনুষ্ঠানে বিদায়ী অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ নজরুল ইসলাম কে, বিভিন্ন শিক্ষক-শিক্ষিকাগন, কর্মচারী, কলেজ শিক্ষার্থী , কলেজ যুব রেড ক্রিসেন্ট সদস্য সহ অন্যান্যরা ফুলেল শুভেচ্ছা ও শুভেচ্ছা উপহার তুলে দেন ।
দর্শন বিভাগের প্রভাষক সালমা আক্তারের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, অর্থনীতি বিভাগের প্রভাষক সালমা সুলতানা, ইসলাম শিক্ষা বিষয়ক শিক্ষক মোঃ ওসমান গণি, রাষ্ট্র বিজ্ঞানের প্রভাষক মোঃ আব্দুল হামিদ, পদার্থ বিজ্ঞানের প্রভাষক রাজীব ঘোষ, আবুল বাশার মিয়াজী প্রমুখ বক্তব্য রাখেন ।
পরে অনুষ্ঠানের সভাপতি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক ও শিক্ষক পরিষদ সভাপতি মোঃ নুরুল আফসার বিদায়ী অধ্যক্ষের বিভিন্ন শিক্ষা বান্ধব কর্মকাণ্ডের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন ।
একই সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব গ্রহণ করেন মাটিরাঙ্গা সরকারি ডিগ্রী কলেজ ইংরেজি বিভাগের সিনিয়র প্রভাষক প্রদীপ কুমার দাশ । তিনি তার উপর অর্পিত দায়িত্ব পালনে শিক্ষক ও কর্মচারী সহ সকলের সহযোগিতা প্রত্যাশা করেন ।
আপনার মতামত লিখুন :