ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২জন গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ০৯ মে, ২০২৫ খ্রিস্টাব্দ
ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকসহ ০২জন গ্রেপ্তার
মোঃ নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কামরুল আহসান (ইব্রাহিম) সিকদার (৫৫) ও দক্ষিণ ভবানীপুর ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হাওলাদার (৪০)কে আলাদা দুটি বিস্ফোরক মামলায় গ্রেফতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। গ্রেফতারকৃত কামরুল আহসান ইব্রাহিম উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মৃত আব্দুল বারেক সিকদারের ছেলে ও রাসেল হাওলাদার একই গ্রামের আব্দুল বারেক হাওলাদার এর ছেলে।
শুক্রবার (০৯মে) রাত ০৪টার দিকে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে তাদেরকে নিজ বাড়ি থেকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন ইন্দুরকানি থানা অফিসার ইনচার্জ মোঃ মারুফ হোসেন।
জানা যায়,গ্রেফতারকৃত কামরুল আহসান (ইব্রাহিম) সিকদার ইন্দুরকানি উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এছাড়া তিনি একাধারে ভবানীপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক হিসেবে ও দায়িত্বরত আছেন। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালনকালে আওয়ামী সরকার ক্ষমতায় থাকাকালীন সময় বিএনপি জামায়াতের বহু নেতা কর্মীর বিরুদ্ধে মিথ্যা ও হয়রানী মূলক মামলা সহ বিভিন্ন নাশকতার কাজের নেতৃত্ব দেওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।
এছাড়া গ্রেফতারকৃত ওয়ার্ড যুবলীগ নেতা রাসেল হাওলাদারের বিরুদ্ধেও বিভিন্ন নাশকতা ও সন্ত্রাসী মূলক কর্মকাণ্ডের অভিযোগ রয়েছে। শুক্রবার রাত ০৪টায় গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাদেরকে পৃথক নাশকতা মামলায় গ্রেফতার করে সকালে পিরোজপুর জেলা হাজতে প্রেরণ করেন।
ইন্দুরকানী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মারুফ হোসেন জানান, নাশকতা মামলায় ও ডেভিট হান্টের অভিযানের অংশ হিসেবে বিশেষ অভিযান পরিচালনা করে দুজনকে গ্রেফতার করে পিরোজপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
আপনার মতামত লিখুন :