ad728

ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী
ডেস্ক রিপোর্ট :
ফাইল ছবি।

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের দিন ভোট কেন্দ্র ও গণনার সময় সেনাবাহিনী দায়িত্ব পালন করবে। 
ভোটগ্রহণ শেষ হয়ে ফল ঘোষণার আগ পর্যন্ত কেন্দ্রগুলো কর্ডন করে রাখা হবে, যাতে বাইরের কেউ প্রবেশ করতে না পারে বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি সৃষ্টি না হয়।

নির্বাচনের সাত দিন আগে থেকে হলগুলোতে কোনো বহিরাগত প্রবেশ করতে পারবে না। নির্বাচনের দিনে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রোরেল স্টেশনও বন্ধ থাকবে।
মঙ্গলবার (২৬ আগস্ট) থেকে ডাকসু ও হল সংসদ নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু হয়েছে। প্রার্থীরা সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত প্রচারণা চালাতে পারবে, তবে ছাত্রীদের হলগুলোতে প্রচারণা হবে সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত। 

নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, পোস্টার, লিফলেট ও হ্যান্ডবিল ছাড়া অন্য কোনো ছবি বা প্রতীক ব্যবহার করা যাবে না। ক্যাম্পাস ও হল এলাকায় দেয়াল, যানবাহন, গাছ বা বৈদ্যুতিক খুঁটিতে প্রচারণা করা যাবে না।
মনোনয়নপত্র বাতিল হওয়ার পর ৩৪ জন প্রার্থীর আপিলের ভিত্তিতে তাদের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। নিরাপদ ও সুষ্ঠু ভোটের জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠক করেছে।
ভোটগ্রহণ আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টায় শুরু হবে।