সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে লামায় মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ১০ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
মোঃশফিকুল ইসলাম তুহিন বান্দরবান প্রতিনিধি
বান্দারবানের লামায় কর্মরত সাংবাদিকরা গাজীপুরে 'দৈনিক প্রতিদিনের কাগজ'-এর স্টাফ রিপোর্টার মো. আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে কুপিয়ে হত্যার প্রতিবাদে মানববন্ধন, শোকসভা ও সমাবেশ করেছেন। শনিবার ৯ আগস্ট সকাল ১১টায় লামা উপজেলা পরিষদের সামনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তারা দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার ও সর্বোচ্চ শাস্তি দাবি জানান। অন্যথায় কঠোর আন্দোলন-এর হুঁশিয়ারি দেন তারা। বক্তব্য রাখেন লামা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান, সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন, লামা সাংবাদিক ফোরামের সাবেক সভাপতি ইউসুফ মজুমদার, রিপোর্টার্স ক্লাব সভাপতি তৈয়ব আলী, লামা মফস্বল সাংবাদিক ইউনিয়নের সভাপতি মো. রফিকুল ইসলাম, লামা সাংবাদিক ইউনিটির সভাপতি চৌধুরী মো. সুজন এবং সাংবাদিক এলএলবি করিম সহ লামায় কর্মরত সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
আপনার মতামত লিখুন :