ad728

সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি , সেতুটির পূর্ব প্রান্ত অন্ধকারে নিমজ্জিত


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ২১ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

পিরোজপুর চীন মৈত্রী সেতুর ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি : সেতুটির পূর্ব প্রান্ত অন্ধকারে নিমজ্জিত 

মো: নাজমুল হোসেন 
পিরোজপুর জেলা প্রতিনিধি :

পিরোজপুর কঁচা নদীর উপর নির্মিত ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুর ল্যাম্প পোষ্টের অন্তত ৪০০ মিটার বৈদ্যুতিক তার চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। এতে সেতুটির কাউখালী প্রান্তের প্রায় এক কিলোমিটার অংশ অন্ধকারে নিমজ্জিত আছে। ফলে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। 

শুক্রবার (১৮ জুলাই) রাতের কোন এক সময় সেতুটির বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে মাটির নিচের তার দুর্বৃত্তরা কেটে নিয়ে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন পিরোজপুর সড়ক ও জনপদ (সওজ) কর্তৃপক্ষ। 

এর ফলে খুলনা-বরিশাল মহাসড়কের গুরুত্বপূর্ণ এই সেতুটির অর্ধেক অংশে বাতি না থাকায় রাতের বেলায় চুরি,ডাকাতি ও ছিনতাই এর আতঙ্কে ভুগছেন যাত্রী ও পথচারীরা। 

এ বিষয়ে পিরোজপুর সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ বলেন, চীন সরকারের আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মিত ৮ম বাংলাদেশ চীন মৈত্রী সেতুটি ২০২২ সালের ০৪ সেপ্টেম্বর উদ্বোধন করা হয়েছিল। সেতুটির ল্যাম্প পোস্টের লাইনটি মাটির নিচ দিয়ে বসিয়েছে চীনের নির্মাণ প্রতিষ্ঠান। চুরি হওয়া অংশটি পুন:স্থাপন করা সময় সাপেক্ষ ও ব্যয়বহুল। 

এ বিষয়ে কাউখালী থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সোলায়মান বলেন, এ ঘটনায় থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, পাশাপাশি সেতুর আলোক বিহীন অংশটিতে পুলিশের টহল জোরদার করা হয়েছে।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ