বরগুনায় জমি সংক্রান্ত বিরোধের জেরে সন্ত্রাসীদের হামলায় নারীসহ আহত ৪
মোঃ শাহজালাল, বরগুনা প্রতিনিধি।।
বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধুপতি গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে পরিকল্পিতভাবে প্রতিপক্ষের হামলায় নারীসহ ৪ জন আহত হয়েছেন। আহতরা বরগুনা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্ন ইউনিয়নের পশ্চিম ধুপতি গ্রামে এ ঘটনা ঘটে।
কুদ্দুস মীরা বহিরাগত সন্ত্রাসী দিয়ে জমি দখরের চেষ্টা কালে সন্ত্রাসীদের বাধা দেওয়ায় উভয় পক্ষের মধ্যে সংঘ বাধে যা মুহূতেই রণক্ষেত্রে পরিনত হয়।
আহতরা হলেন জালাল মীর, কামাল মীর, রুনু বেগম ও জামাল মীর।
স্থানীয় সূত্রে জানা যায়, বরগুনা সদর উপজেলার ২নং গৌরিচন্না ইউনিয়নের পশ্চিম ধুপতি গ্রামে কুদ্দুস মীরাদের সাথে জালাল মীরার দীর্ঘ দিন যাবৎ জমি জমা নিয়ে বিরোধ চলে আসছে। আদালতে জমি নিয়ে মামলা চলমান থাকার পরেও মঙ্গলবার সকালে কুদ্দুস মীরার নেতৃত্বে পূর্বপরিকল্পিতভাবে জমি দখল করতে আসলে এসময় জালাল মীর বাঁধা দেন। বাধা দিলে হামলাকারীরা উত্তেজিত হয়ে দেশীয় অস্ত্র দিয়ে জালাল মীরের উপর অতর্কিত হামলা শুরু করেন। এ সময় জালাল মীরের স্বজনরা এগিয়ে আসলে তাদের উপরও অতর্কিত হামলা করেন সন্ত্রাসীরা। সন্ত্রসীদের হামলায় চারজন গুরুতর আহত হয়। স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরগুনা সদর হাসপাতালে ভর্তি করেন। জালাল মীর ও কামাল মীরের অবস্থা গুরুতর হওয়া চিকিৎসক তাদের দুইজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
হাসপাতালে চিকিৎসাধীন রুনু বেগম বলেন, জমি নিয়ে দীর্ঘদিন যাবত আদালতে মামলা চলছে। এ জমি আমরা চাষাবাদ করে আসছি। হঠাৎ কুদ্দুস মীরারা সন্ত্রাসীদের নিয়ে জমি দখল করার চেষ্টা করেন। এ সময় বাধা দিলে কুদ্দুস মীরা, মন্নাপ মীরা, বাবুল মীরা সহ বেশ কিছু সন্ত্রাসীরা আমাদের উপরে হামলা করে। এরা স্থানীয় ভূমিদস্যু এদের ভয়ে কোন লোকজন কথা বলে না। আমরা অসহায় দেখে আমাদের উপরে অত্যাচার করে আসছেন। আমি এই সন্ত্রাসীদের সঠিক বিচার চাই।
এ বিষয় বরগুনা সদর থানার অফিসার ইনচার্জ মোঃ ইয়াকুব হোসেন বলেন, জমি নিয়ে বিরোধের কারণে দু'গ্রুপের মধ্য সংঘর্ষ হয়। লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।