প্রিন্ট এর তারিখঃ Sep 13, 2025 ইং || প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্ত্রী জুথি'র

নওগাঁয় স্বামীর ছুরিকাঘাতে প্রাণ গেলো স্ত্রী জুথি'র
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
প্রেমের সম্পর্ক থেকে বিয়ে অতপর স্বামীর ছুরিকাঘাতে-ই প্রাণ গেলো স্ত্রী জুথি (২২) এর। স্বামীর ছুরিকাঘাতে স্ত্রীর মৃত্যুর ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল সোয়া ১০ টারদিকে নওগাঁ জেলা সদর শহরের কাঠালতলি মোড় নামক এলাকায়। হত্যা কান্ডের শিকার গৃহবধূ জুথি হলেন, নওগাঁ জেলা সদর শহরের আনন্দনগর মৃধাপাড়ার ঝন্টু প্রামানিকের মেয়ে। স্থানিয় ও নিহতের পরিবার সুত্র জানায়, প্রায় এক বছর আগে ঢাকা গাজীপুরের বাসিন্দা তানভীর জুথির সাথে প্রেম ও ভালোবাসার সম্পর্ক গড়েতোলে জুথিকে বিয়ে করেন। বিয়ের কয়েক মাস পরে জুথি জানতে পারেন তার স্বামী তানভীরের আরো একজন স্ত্রী রয়েছে। এনিয়ে স্বামী-স্ত্রীর মাঝে শুরু হয় বিরোধ। বিরোধের জেরে প্রেমিক স্বামীর নির্যাতনের শিকার হয়ে প্রেমিকা স্ত্রী বাধ্যহয়ে স্বামীর সংসার ছেরে বাবার বাড়ি নওগাঁতে এসে ওঠেন এবং নওগাঁ বিজ্ঞ আদালতে মামলা করেন। সেই মামলার শুনানীর দিন ছিলো আজ বৃহস্পতিবার এজন্য আদালতে যাওয়ার উদ্দেশ্য জুথি তার বাবার বাড়ি থেকে বের হয়ে সকাল সোয়া ১০ টারদিকে শহরের কাঠালতলি মোড় এলাকায় পোছালে এসময় হঠাৎ করেই স্থানিয়রা কিছু বুঝে ওঠার আগেই একটি মাইক্রোবাস ঘটনাস্থলে আসে এবং সেই মাইক্রোবাস থেকে স্বামী তানভীর নেমে সড়কের ধারে দাঁড়িয়ে থাকা স্ত্রী জুথিকে ছুরিকাঘাত করে মাইক্রোবাস যোগে পালিয়ে যান। এসময় স্থানিয়রা সাথে সাথে জুথিকে উদ্ধার করে নওগাঁ জেলা সদর হাসপাতালে নিয়েগেলে দায়িত্বরত চিকিৎসক জুথিকে মৃত ঘোষনা করেন। জুথির মৃত্যুর খবরে পরিবার, স্বজন তথা এলাকার লোকজনের মাঝে নেমে এসেছে শোকের ছাঁয়া। এব্যাপারে নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ নূরে আলম সিদ্দিকী জানান, ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থলে পুলিশ পৌছায়। এব্যাপারে আইনানুগ পদক্ষেপ পক্রিয়াধীন রয়েছে।
© দৈনিক বেলা বার্তা