প্রিন্ট এর তারিখঃ Sep 15, 2025 ইং || প্রকাশের তারিখঃ ২৭ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
সীমান্ত দিয়ে কাঠ পাচারের সময় আটক ৫

নওগাঁয় সীমান্ত দিয়ে কাঠ পাচারের সময় আটক ৫
সাইফুল ইসলাম, নওগাঁ জেলা প্রতিনিধি :
নওগাঁর বস্তাবর সীমান্ত দিয়ে দামি কাঠ ভারতে পাচারের সময় ৫ চোরাকারবারী কে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। শনিবার ভোররাতে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলর বস্তাবর সীমান্ত থেকে তাদের ৫ জনকে আটক করা হয়। আটককৃত ৫ জন হলেন, নওগাঁ জেলার ধামইরহাট উপজেলার শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), শ্রী লিটন বর্মণ (২৮), শ্রী নরেশ বর্মণ (৩২), মোঃ রফিকুল ইসলাম (৫৫), মোঃ হামিদুল ইসলাম (২৫)। পত্নীতলা ১৪ বিজিবি'র অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ ইকবাল হোসেন জানান, ভোরে বস্তাবর সীমান্তে দামি কাঠ পাচারের সময় বিজিবির একটি টহল দল শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে। এসময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ১ টি সোনালিকা ট্রাকসহ ৫ জন চোরাকারবারীকে আটক করা হয়।
তিনি আরো বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানানো হয়।
© দৈনিক বেলা বার্তা