প্রিন্ট এর তারিখঃ Jul 6, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৫ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক কারারক্ষী সহ ০৩ মাদক কারবারী আটক

কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাবেক কারারক্ষী সহ ০৩ মাদক কারবারী আটক
মোঃ নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে চাকুরী থেকে বরখাস্তকৃত কারারক্ষী ও বহু মামলার আসামি মাদক কারবারী জাহিদুল ইসলাম সহ ০৩ মাদক কারবারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ।
বুধবার (০২ জুলাই) রাতে কাউখালী থানার এসআই আতিয়ার রহমান ও এসআই রাকিব হাসান উপজেলার বিভিন্ন এলাকায় মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান পরিচালনা করে চাকুরী থেকে বরখাস্তকৃত কারারক্ষী মো: জাহিদুল ইসলাম সহ ০৩ মাদক কারবারীকে ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামীরা হলো উপজেলার শিয়ালকাঠি গ্রামের নুরুল ইসলামের ছেলে চাকুরী থেকে বরখাস্ত কৃত কারারক্ষী জাহিদুল ইসলাম (৫০),সদর ইউনিয়নের বাঁশরী গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে রাকিব হোসেন (২২) ও একই এলাকার সুলতান মোল্লার ছেলে ইউসুফ মোল্লা (৩২)।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: সোলায়মান বলেন, গ্রেফতারকৃত আসামীদের নিকট থেকে ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে আসামী জাহিদুল ইসলামের বিরুদ্ধে ঝালকাঠি,পিরোজপুর সহ দেশের বিভিন্ন থানায় এর আগে ০৫টির অধিক মামলা রয়েছে। এছাড়া রাব্বি হোসেন ও ইউসুফ মোল্লার বিরুদ্ধেও কাউখালী থানায় একাধিক মামলা রয়েছে। বৃহস্পতিবার (০৩ জুলাই) গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে পিরোজপুর কোর্টের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমাদের মাদক ও সন্ত্রাস বিরোধী অভিযান অব্যাহত থাকবে।
© দৈনিক বেলা বার্তা