প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -০৬

বালিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে সংঘর্ষে আহত -০৬ : সমন্বয়ক লাঞ্চিত ও কার্যক্রম স্থগিত
মো নাজমুল হোসেন
পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলার বালিপাড়া ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে এক গ্রুপের হাতে অন্য গ্রুপের লাঞ্চিত হওয়ার ঘটনা ঘটেছে। এ সময় নির্বাচন পরিচালনা কমিটির সমন্বয়ক ও উপজেলা ও বিএনপির যুগ্ম আহবায়ক শাহরিয়ার আব্দুল্লাহ সোহেলসহ ০৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বুধবার (০২ জুলাই) বেলা ১১ টার দিকে উপজেলার বালিপাড়া বাজারস্হ ইউনিয়ন পরিষদের সামনের সম্মেলন স্থলে এ ঘটনা ঘটে।
ঘটনা সূত্রে জানা যায়, বুধবার(০২জুলাই) বালিপাড়া ইউনিয়ন বিএনপির ত্রি-বার্ষিক সম্মেলনের জন্য নির্ধারিত ছিল। তারিখ অনুযায়ী কমিটি গঠনের জন্য দায়িত্বে থাকা উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক শাহরিয়ার আবদুল্লাহ সোহেল বালিপাড়া বাজারে পৌছলে তার উপর ইউনিয়ন বিএনপির আহবায়ক শহিদুল ইসলাম বাবুল ও সদস্য সচিব আব্দুল জলিলের সমর্থকেরা হামলা চালিয়ে লাঞ্চিত ও আহত করে।এ সময় তার সাথে থাকা কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাকিবের উপরও হামলা করে। ঘটনা শুনে বিএনপি নেতা আবুল কালাম শিকদারের সমর্থকেরা ঘটনাস্থলে আসলে তাদের উপরও দেশীয় অস্ত্র দা, জিআই পাইপ ও লাঠি নিয়ে হামলা করে। হামলায় আবুল কালাম শিকদারের গ্রুপের ৭ নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক পদে পরাজিত প্রার্থী মোঃ জাকির হোসেন (৩৫), সদস্য রিয়াজুল ইসলাম (৫০), ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি এনায়েত হাওলাদার আহত হয়।
পরে কমিটি গঠন করতে আসা জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এ্যাড. আবুল কালামসহ উপজেলা বিএনপির নেতৃবৃন্দ ঘটনাস্থলে আসলে পরিস্থিতি শান্ত হয়। কমিটি গঠনের কার্যক্রম স্থগিত করে উভয় পক্ষকে নিয়ে ওই দিনই বিকালে উপজেলা বিএনপির অফিসে বসার সিদ্ধান্ত হয়। গুরুতর আহত জাকির হোসেন ও রিয়াজুল ইসলামকে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে।
এ ব্যাপারে উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও নিবার্চনী সমন্বয়ক শাহরিয়া আব্দুল্লাহ সোহেল জানান, বালিপাড়া ইউনিয়ন বিএনপির কমিটি গঠনকে পন্ড করার জন্য পরিকল্পিত ভাবে বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল এবং সদস্য সচিব আব্দুল জলিল শেখের লোকজন দেশীয় অস্ত্র দা, জিআই পাইপ,লাঠি নিয়ে আমার উপর হামলা করে ৭টি ওয়ার্ডের ভোটার তালিকা ও দলীয় ব্যানার ছিনিয়ে নিয়ে যায়। এসময় আমাকে বাচাতে এসে স্থানীয় বিএনপির ও ছাত্রদলের ৬-৭ জন নেতাকর্মী আহত হয়।
বালিপাড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম বাবুল জানান, সমন্বয়ক শাহরিয়া আব্দুল্লাহ সোহেল ওয়ার্ড কমিটিতে আওয়ামীলীগ ও জেপির লোকজনকে নিবার্চিত করায় পরাজিত নেতৃবৃন্দরা হামলা করে। নতুন ভাবে ওয়ার্ড কমিটি গঠন করে ইউনিয়ন বিএনপির কাউন্সিল দাবিকারী পরাজিত নেতাকর্মীরা ক্ষুব্দ হয়ে এ ঘটনা ঘটিয়েছে। হামলার ঘটনার সাথে আমি জড়িত নই।
ইন্দুরকানী উপজেলা বিএনপির সদস্য সচিব আলমগীর কবির মান্নু জানান, আজকে বালিপাড়া ইউনিয়ন বিএনপির সম্মেলনের কথা ছিল। তবে ওয়ার্ড কমিটি গুলো সম্পন্ন না হওয়ায় সম্মেলনের দ্বায়িত্বে থাকা দুইজন জেলা নেতা আসলে সে সময় দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।
ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মারুফ হোসেন বলেন, বিএনপির দুই পক্ষের পাল্টাপাল্টি হামলায় কয়েকজন আহত হওয়ার খবর পেয়েছি। এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
© দৈনিক বেলা বার্তা