প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৩ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি

"শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি"
তামিম ইকবাল রাজু, বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) অনুমোদিত ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট প্রত্যাখ্যান করে শিক্ষা ও গবেষণাসহ সব খাতে প্রয়োজনীয় বাজেট বরাদ্দের দাবিতে ‘সমাবেশ ও স্মারকলিপি পেশ’ কর্মসূচি পালন করেছে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিল বরিশাল বিশ্ববিদ্যালয় শাখা।
বুধবার (২ জুলাই) বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের মূল ফটোকের সামনে বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
শিক্ষা, গগণতন্ত্র ও প্রগতির মূল মন্ত্রকে সামনে রেখে গণতান্ত্রিক ছাত্র কাউন্সিলের ববি শাখার সংগঠক মৃত্যুঞ্জয় রায়ের সঞ্চালনায় বক্তব্য পেশ ভূমিকা সরকার, আবদুর রহমান, শওকত ওসমান স্বাক্ষর , এডিসন, রিদওয়ানুল ইসলাম জারিফ প্রমুখ।
সওকত ওসমান স্বাক্ষর বলেন, "শিক্ষার মতো মৌলিক অধিকারকে পণ্য হিসেবে দেখার যে রাষ্ট্রীয় দৃষ্টিভঙ্গি, এই বাজেট তাতে নতুন করে সিলমোহর দিয়েছে। শিক্ষা খাতের বেসরকারিকরণ ও বাণিজ্যিকীকরণের নীতি স্পষ্টভাবে প্রতিফলিত হয়েছে এই বাজেটে।"
সমাবেশে ভূমিকা সরকার বলেন, "মানুষের মূখ্য লক্ষ্য হলো সৃষ্টিশীলতা, এই সৃষ্টিশীলতাকে পরিপূর্ণতা দেয় জ্ঞান আর এই জ্ঞানের চর্চা হয় বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সরকার কর্তৃক বিশ্ববিদ্যালয়গুলোতে বরাদ্দ খুবই নগণ্য। তা ছাড়া গবেষণা খাতে বরাদ্দ আরও নগণ্য। শিক্ষা খাতে যদি বরাদ্দ বৃদ্ধি না করা যায়, তবে গণতান্ত্রিক মূল্যবোধ সম্পন্ন মানবিক মানুষ গঠন করা সম্ভাব হবে না। তাই অতিদ্রুত এই বাজেট সম্প্রসারণের দাবি জানাই।"
আবদুর রহমান বলেন, "বাজেট কম হওয়ার কারণে হলের ডাইনিংগুলোয় ভর্তুকি নেই, মেডিকেলে পর্যাপ্ত ভর্তুকি নেই। এ কারণে শিক্ষার্থীরা নানা সমস্যার সম্মুখীন হয়। ফলে আমরা এই বাজেট বাতিল করে নতুন বাজেট পেশ করার দাবি জনাই।"
সমাবেশে অন্যান্য বক্তারা বলেন, "দক্ষিণাঞ্চলের একমাত্র পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে বরিশাল বিশ্ববিদ্যালয়কে একটি টেকসই, গবেষণানির্ভর ও আন্তর্জাতিক মানসম্পন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে হলে সুপরিকল্পিত ও সম্প্রসারিত বাজেট কাঠামো জরুরি।"
সমাবেশ শেষে বক্তারা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের মাধ্যমে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন বরাবর বাজেট সম্প্রসারণের জন্য স্মারকলিপি পেশ করেন।
উল্লেখ্য: গত ২৮ জুন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে ববির জন্য ৬৪ কোটি ৩৪ লাখ টাকার বাজেট অনুমোদন দেওয়া হয়। সমসাময়িক বিশ্ববিদ্যালয়গুলো থেকে বাজেটে অনেক পিছিয়ে বিভাগীয় শহরের এই বিশ্ববিদ্যালয়টি ।
© দৈনিক বেলা বার্তা