প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
মীর মুগ্ধদের আত্নত্যাগ স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল

আবু সাঈদ- মীর মুগ্ধদের আত্নত্যাগ স্মরণে যবিপ্রবিতে দোয়া মাহফিল
যবিপ্রবি প্রতিনিধিঃ আল আমিন
যশোর, ২ জুলাই ২০২৫:
জুলাই বিপ্লবের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিলের আয়োজন করেছে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন (পিটিআর) বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। আজ ২ জুলাই, মঙ্গলবার বিভাগের শিক্ষার্থীদের উদ্যোগে আয়োজিত এ মাহফিলে উপস্থিত ছিলেন বিভাগের সম্মানিত চেয়ারম্যান ডা. এহসানুর রহমান এবং অন্যান্য শিক্ষকবৃন্দ।
এ সময় উপস্থিত শিক্ষার্থীরা বলেন, জুলাই বিপ্লব ছিল একটি ঐতিহাসিক মোড়বদলের নাম, যা কেবল একটি ছাত্র আন্দোলন নয়, বরং এটি জাতির স্বাধীনভাবে চলার, কথা বলার ও নিজেদের অধিকার আদায়ের এক অনন্য উদাহরণ হয়ে থাকবে। ফিজিওথেরাপি বিভাগের শিক্ষার্থীরাও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধারাবাহিকতায় কোটা সংস্কার আন্দোলনে সরব ভূমিকা রেখেছেন।
শিক্ষার্থীরা আরও বলেন, “এই বিপ্লব আমাদের নতুন করে বাঁচার অধিকার দিয়েছে, আমাদের ন্যায্য দাবি প্রতিষ্ঠিত করেছে।”
তারা শহীদ আবু সাঈদ, মীর মুগ্ধসহ অন্যদের আত্মত্যাগের কথা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।
দোয়া মাহফিলে বক্তারা বলেন, ‘জুলাই বিপ্লব’ শুধু একটি দিন নয়, এটি একটি প্রেরণার নাম, যা দল-মত নির্বিশেষে সকল মানুষকে ঐক্যবদ্ধ করেছে। এই ঐক্যের শক্তিতেই উদিত হয়েছে একটি নতুন, বৈষম্যহীন বাংলাদেশের প্রত্যাশা।
ফিজিওথেরাপি অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের সাধারণ শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় আয়োজিত এই দোয়া মাহফিলটি ছিল অত্যন্ত ভাবগম্ভীর ও হৃদয়স্পর্শী। মাহফিলে জাতির জন্য, শহীদদের জন্য এবং একটি সাম্যভিত্তিক বাংলাদেশের জন্য দোয়া করা হয়।
© দৈনিক বেলা বার্তা