প্রিন্ট এর তারিখঃ Jul 4, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০২ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
পরীক্ষার উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থী উধাও

কক্ষ পরিদর্শকের গাফিলতির কারণে পরীক্ষার উত্তরপত্র নিয়ে পরীক্ষার্থী উধাও
মো: নাজমুল হোসেন পিরোজপুর জেলা প্রতিনিধি :
পিরোজপুরের ইন্দুরকানী উপজেলা এফ.করিম আলিম মাদ্রাসায় ২০২৫ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষা কেন্দ্রে ইংরেজি প্রথম পত্র পরীক্ষার উত্তরপত্র জমা না দিয়ে উত্তরপত্র নিয়ে উধাও হয়েছেন এক পরীক্ষার্থী।
মঙ্গলবার (০১জুলাই) ইন্দুরকানী সরকারি কলেজের এইচএসসি পরীক্ষার্থী ফারদিন খলিফা নামে এক পরীক্ষার্থী কক্ষ পরিদর্শকদের চোখ ফাঁকি দিয়ে এ ঘটনা ঘটিয়েছে বলে জানা গেছে।
ঘটনা সূত্রে জানা যায়, ইন্দুরকানী এফ.করিম আলিম মাদ্রাসার এইচএসসি পরীক্ষা কেন্দ্রের ৫ নং কক্ষে ৫০ জন পরীক্ষার্থীর কক্ষ পরিদর্শকের দায়িত্ব পালনরত ছিলেন পাড়েরহাট রাজলক্ষ্মী মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের প্রভাষকদ্বয় চঞ্চল কুমার হালদার ও সুদীপ্তা বড়াল। উক্ত ০৫নং কক্ষের পরীক্ষার্থী ফারদিন খলিফা পরীক্ষা শেষে উত্তরপত্র জমা না দিয়ে পরিদর্শকদের চোখ ফাঁকি দিয়ে উত্তরপত্র নিয়ে বাড়ি চলে যায়।
পরীক্ষা শেষে হিসাবান্তে একটি উত্তরপত্র কম থাকায় অনেক খোঁজাখুঁজিও হিসাব মিলিয়ে ফারদিন খলিফার উত্তরপত্র না পাওয়ায় কর্তৃপক্ষের টনক নড়ে। তাৎক্ষণিকভাবে পরীক্ষা কমিটির সদস্য ও পুলিশ সদস্য পাঠিয়ে ফারদিন খলিফার বাড়ি থেকে উত্তরপত্র খানা উদ্ধার করেন।
এ ঘটনায় উক্ত পরীক্ষার্থী ফারদিন খলিফা বলেন,পরীক্ষা শেষে ভুলবশত পরীক্ষার উত্তরপত্র জমা না দিয়ে সাথে করে নিয়ে আসি। কলেজের শিক্ষকরা আমার কাছে জানতে চাইলে আমি অকোপটে স্বীকার করে তাদের হাতে উত্তরপত্রখানা তুলে দিই।
দায়িত্বরত কক্ষ পরিদর্শকদের কাছে জানতে চাইলে তারা বলেন,পরীক্ষা শেষে আমরা খাতা গুছানোর কাজে ব্যস্ত ছিলাম,এই সুযোগে উক্ত পরীক্ষার্থী খাতা জমা না দিয়ে আমাদের চোখ ফাঁকি দিয়ে উত্তরপত্র নিয়ে বাইরে চলে যায়, আমরা ব্যস্ত থাকায় টের পাইনি।
এ ব্যাপারে অএ পরীক্ষা কেন্দ্রের দায়িত্বরত কর্মকর্তা উপজেলা পশু সম্পদ হাসপাতালের ভেটোরিনারী সার্জন ডা. মহিউদ্দিন বলেন,কক্ষ পরিদর্শকদের গাফিলতি ও পরীক্ষার্থীর উদাসীনতার কারণে পরীক্ষার উত্তরপত্র নিয়ে বাইরে চলে যাওয়ার ঘটনায় আমরা তাৎক্ষণিকভাবে পুলিশ সদস্য ও পরীক্ষা কমিটির সদস্যদের পাঠিয়ে উত্তরপত্র খানা উদ্ধার করা সহ উক্ত পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে ও দায়িত্বরত পরিদর্শকদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।
© দৈনিক বেলা বার্তা