প্রিন্ট এর তারিখঃ May 9, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০১ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ভুয়া নামজারি, ভুমি অফিস ও রাজউকের কাজের নামে টাকা আত্মসাৎকারী নুরেরচালার মনির হাসান
কোথায় থাকে কি করে এই মনির হাসান?
ঢাকা নতুন বাজার নুরেরচালার বাসিন্দা মনির হাসান যিনি মানুষের কাছে থেকে ভুমি অফিস , রাজউকের বিভিন্ন কাজ উঠিয়ে দেয়ার নাম করে মানুষের ১০ কোটি টাকা লোপাট করে লাপাত্তা মনির।
ভুক্তভোগীরা জানায় সে আওয়ামীলীগের দোসর এবং আওয়ামীলীগ করে এ বলে ভুমি অফিসের কাজ করে দিবে এ আশ্বাস দিয়ে মানুষের কাছ থেকে বিপুল পরিমান অর্থ লোপাট করে চলে যায় মনির ।
ঢাকা সোল মাইদ নিবাসী ও ব্যবসায়ী মোঃ রিয়াজ উদ্দিন পাটোয়ারীর কাছ থেকে জানা যায় মনির এক সময় রিয়াজ উদ্দিনের পরিচিত এক ভাই সঙ্গে করে তার ইন্সিটিউট এ মনির কে নিয়ে আসে এবং মনির এর সাথে রিয়াজ উদ্দিন কে পরিচয় করিয়ে দেয় লিটন , এর পর থেকে প্রায় সময় মনির চলে আসে রিয়াজ উদ্দিনের ইন্সটিটিউট এ। এভাবে রিয়াজ উদ্দিন ও মনির এর ঘনিষ্ঠতা বারতে থাকে। রিয়াজ উদ্দিনের কাছ থেকে প্রায় সময় মনির টাকা ধার করত কিন্তু প্রথম প্রথম টাকা দিয়ে দিত। রিয়াজ উদ্দিনের ব্যবসার ব্যস্থতায় সে কোন জায়গায় যেতে পারত না , ঠিক তখনি রিয়াজ উদ্দিনের একটি জায়গার নামজারি করতে মনির কে বলে রিয়াজ উদ্দিন কিন্তু তখনও রিয়াজ উদ্দিন মনিরের সম্পর্কে কিছুই জানেন না, মনির রিয়াজ উদ্দিন কে বলে মনির ভুমি অফিসের কিং তার অনেক পাওয়ারফুল লোক ভুমি অফিসে আছে আমি আপনার নামজারি করে দিতে পারবো।
এ কথা শুনে রিয়াজ উদ্দিন যেহেত ব্যবসা রেখে কোথাও যেতে পারে না তাই মনির হাসান কে সে নামজারি করতে দেয় ।
পরেরদিন মনির হাসান এসে রিয়াজ উদ্দিন কে বলে যে ভাই আপনার জায়গায় সমস্যা আছে তাই নামজারি করতে ৬০,০০০/- টাকার মত খরচ হবে, এ শুনে রিয়াজ উদ্দিন বলে এত টাকা কেন লাগবে আমার জায়গায় কোন সমস্যা নেই।
তারপর মনির বিভিন্ন লোকজন কে দিয়ে রিয়াজ উদ্দিনকে ফোন করায় যার ফলে রিয়াজ উদ্দিন বাধ্য হয়ে মনির কে ৬০,০০০/- টাকা প্রদান করে এর পর থেকে মনির হাসান তার কাজ করে দায় না ফনে একাধিক বার তার সাথে যোগাযোগ করেও তাকে আর পাওয়া যায় নাই। পরে বিভিন্ন ভাবে খোঁজ নিয়ে জানা যায় মনির হাসান নুরেরচালা থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন মানুষের কাছ থেকে এভাবেই অর্থ আত্মসাৎ করে জীবিকা নির্বাহ করে থাকে।
এমতাবস্থায় রিয়াজ উদ্দিন বিগত ১ বছর ধরে মনির হাসান কে খুজছে কিন্তু তার কোন ঠিকানা বা হদিস মিলছে না।
মনির হাসানের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য প্রশাসনের সাহায্য প্রার্থনা করছি।
ডেস্ক রিপোর্ট
দৈনিক বেলা বার্তা
© দৈনিক বেলা বার্তা