প্রিন্ট এর তারিখঃ May 11, 2025 ইং || প্রকাশের তারিখঃ ০৫ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ছিনতাই হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের টাকা সহ ছিনতাইকারী আটক

জামালপুরের ইসলামপুরে ছিনতাই হওয়া অবসরপ্রাপ্ত সেনা সদস্যের ডিপিএসের টাকা সহ ছিনতাইকারী বাস ড্রাইভার ও সুপারভাইজারকে আটক করেছে পুলিশ।
গতকাল রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
জানাগেছে,গত ২৯ জানুয়ারী সকালে ময়মনসিংহ বাইপাস এলাকা হতে নিজ এলাকা দেওয়ানগঞ্জ যাওয়ার উদ্দেশ্যে বাসযোগে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ (৫৫) জমানো ডি পি এসের ৮ লক্ষ টাকা নিয়ে বাসে উঠেন। বাসটি ইসলামপুর পৌছলে সকল যাত্রী নেমে গেলে ওই সেনা সদস্য একাই রয়ে যান।
এ সুযোগে বাসের ড্রাইভার,হেলপার ও সুপারভাইজার মিলে তার ব্যাগ চেক করে ৮ লক্ষ টাকা জোরপূর্বক ছিনিয়ে নেয়।
এ ঘটনায় সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য বজলুর রশিদ ইসলামপুর থানায় ছিনতাইয়ের অভিযোগে মামলা করেন।
অফিসার ইনচার্জ সাইফুল্লাহ সাইফ জানান,থানার নিয়ন্ত্রিত সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করে বাসটিকে শনাক্ত করে অভিযান চালিয়ে বাসের ড্রাইভার শাহ আলম (২৫) এবং সুপারভাইজার অবিকুল (৪২) কে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের নিকট হতে ছিনতাইয়ের ১ লাখ টাকা উদ্ধার করা হয়। তারা ছিনতাইয়ের ঘটনায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। গ্রেফতারকৃতদের আদালতে প্রেরন করা হয়েছে। সনাক্তকৃত বাসটি এবং বাকি টাকা উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
জামালপুর থেকে জাকিরুল ইসলাম বাবু
© দৈনিক বেলা বার্তা