ad728

জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গা জোনে সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ


FavIcon
নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন: ad728

জেলা পরিষদের অর্থায়নে মাটিরাঙ্গা জোনে সহযোগিতায় সেলাই মেশিন বিতরণ 
অন্তর মাহমুদ , মাটিরাঙ্গা প্রতিনিধি :: 

খাগড়াছড়ি জেলা পরিষদের উদ্যোগে আর মাটিরাঙ্গা সেনা জোনের সার্বিক সহযোগিতায় দারিদ্রতা ও বেকারত্ব রোধে কর্মজীবী নারীদের জীবন মান উন্নয়নে জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন প্রশিক্ষণ প্রাপ্ত নারীদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে । 

৭ সেপ্টেম্বর ২০২৫ সকাল ১০ টার দিকে মাটিরাঙ্গা জোন সদর আয়োজিত এই সেলাই মেশিন বিতরন কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা সেনা জোনের জোন কমান্ডার লেপ্টেন্যান্ট কর্নেল ইব্রাহিম আধহাম পিএসসি জি  ।

তিনি উপস্থিত সেলাই মেশিন গ্রহিতাদের উদ্দেশ্যে বলছেন, এই সেলাই মেশিন দিয়ে পোশাক তৈরির কাজ করে অর্থ উপার্জনের মাধ্যমে  আপনারা পরিবারকে স্বাবলম্বী হতে পারবেন । এ সময় বেকারত্ব রোধ ও দারিদ্র্যতা বিমোচনে জনকল্যাণকর এমন উদ্যোগ নেয়ায় জেলা পরিষদ খাগড়াছড়ি সহ সংশ্লিষ্ট সকলের প্রতি সন্তোষ প্রকাশ করেন তিনি ।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা সেনা জোনের উপ অধিনায়ক মেজর মাসুদ খান পিএসসি, খাগড়াছড়ি জেলা পরিষদ সদস্য এ্যাডভোকেট মনজিলা সুলতানা ঝুমা প্রমুখ ।

আলোচিত শীর্ষ ১০ সংবাদ