ধোবাউড়ায় ইউএনও’র টানা অভিযানে চকলেট ধ্বংস, বালু জব্দ ও জরিমানা
নিজস্ব প্রতিবেদক
-
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ
ধোবাউড়ায় ইউএনও’র টানা অভিযানে চকলেট ধ্বংস, বালু জব্দ ও জরিমানা--
মোঃ শামসুল হক ইমন
স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ ;
ময়মনসিংহের ধোবাউড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ উজ্জল হোসেন টানা রাতভর অভিযান পরিচালনা করে একের পর এক দৃষ্টান্ত স্থাপন করেছেন।
অভিযানে ভারত থেকে অবৈধভাবে আনা ১৬০০ পিস চকলেট জব্দ করে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, বাজারে এসব চকলেট বিক্রি হলে মানুষের স্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। জনস্বার্থে এগুলো ধ্বংস করা হয়েছে।
অপরদিকে, রাতভর মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন অনিয়মের দায়ে মোট ৮টি মামলা দায়ের করা হয় এবং ১৬,৮০০ টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে নেতাই নদী থেকে অবৈধভাবে উত্তোলনকৃত বালু জব্দ করা হয় এবং চোরাই বালু পরিবহনের ঘটনায় মামলা ও জরিমানা করা হয়।
টানা ৯ থেকে ১০ ঘণ্টার এ একক অভিযানে ইউএনও মোঃ উজ্জল হোসেন শুধু প্রশাসনিক দায়িত্বই পালন করেননি, বরং অপরাধ দমন, জনস্বার্থ রক্ষা ও আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে এক অনন্য নজির স্থাপন করেছেন।
সাধারণ মানুষ মনে করেন, প্রশাসনের এ ধরনের কার্যকর ও সক্রিয় ভূমিকা জনগণের আস্থা বাড়াবে এবং অপরাধ দমনে ইতিবাচক প্রভাব ফেলবে।
আপনার মতামত লিখুন :